সিনামা হল পরিচ্ছন্নকর্মী: Cleaner at Cinema Hall

👍দীর্ঘদিন যাবৎ প্রবাসী শ্রমিক ভাই ও বোনদের নিয়ে কাজ করছি । তাদের সাথে মেশা ও তাদের কথা গুলো শুনার সৌভাগ্য হয়েছে । তারা সরকারের কাছে কি চায়, আমাদের কাছে কি চায় তা জানার সুযোগ হয়েছে । এক রকম দায়বদ্ধতা থেকেই সৌদি আরবে ৫ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগের দায়িত্ব নিয়েছি । আশা করি তারা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক পাবে ।

👍কাজের ধরণ: পরিচ্ছন্নতা কর্মী (সিনামা হল)

👍বয়স: আবেদনকারীর বয়স -৪০ বছরের মধ্যে হতে হবে ।
👍ইকামা: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: দক্ষ হলে বেতন বেশি পাবে ।
👍বেতন: বেসিক বেতন ১৩০০ রিয়েল ।
👍খাবার: নিজে রান্না করে খেতে হবে ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৮-১০ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ কম্পানি দিবে ।
👍মেডিকেল টেস্ট: মেডিকেলে ফিট হতে হবে ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post