👩⚕স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ । আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশই সৌদি আরবে বিভিন্ন সেক্টরে চাকরি করে । সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে । বর্তমানে অনেক দক্ষ শ্রমিক সৌদি আরবে কাজ করছে । আপনারা যারা ডিপ্লোমা ইন নার্সিং শেষ করেছেন ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত আছেন আপনারা চাইলে আপনাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৌদি আরবে অধিক বেতনে নার্স হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন । সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠান উচ্চ বেতনে নার্স নিয়োগ করতে সম্মত হয়েছে । আপনারা চাইলেই সৌদি আরবে নার্স হিসেবে চাকরি করে আপনাদের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে নিতে পারেন । কোন একটি দেশে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি খুব সহজেই উন্নত বিশ্বের যে কোন দেশে কাজের সুযোগ পেতে পারেন । মনে রাখবেন বর্তমানে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া দেশে ও বিদেশে চাকরি পাওয়া খুব কঠিন । নিচের বিস্তারিত তথ্য গুলো মনযোগ দিয়ে পড়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ।
👍কাজের ধরণ: নার্স (সেবিকা)
👍বয়স: আবেদনকারীর বয়স ২২-৪০ বছরের মধ্যে হতে হবে ।
👍ইকামা: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: নিয়মিত কর্মঘন্টার অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: ২-৫ বছরের অধিক হাসপাতাল বা ক্লিনিকে কাজের অভিজ্ঞতা থাকলে বেশি বেতন পাওয়ার সুযোগ থাকবে ।
👍বেতন: বেসিক বেতন ২৮০০-৩০০০ রিয়েল ।
👍খাবার: কম্পানি প্রদত্ত খাবারে মানিয়ে নিতে সমস্যা হলে নিজে রান্না করে খেতে পারবেন ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৮ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ ও পোষাক কম্পানি প্রদান করবে ।
👍মেডিকেল টেস্ট: মেডিকেলে ফিট হতে হবে ।
👍ভাষাগত দক্ষতা: বেসিক ইংরেজি জানতে হবে । আরবি কিছু শিখে গেলে ভালো হয় ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment