বিশ্বব্যাপী শ্রমবাজার ও কাজের সুযোগ: Worldwide Labour Market and Job Opportunities

👉বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ । আয়তনে ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি । স্বাধীনতার পর নানা কারণে দেশটি জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পারেনি । তারপরও বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্সের একটা বড় অংশই আসে প্রবাসী আয় থেকে । আমাদের দেশের শ্রমিক ভাই ও বোনেরা তাদের অল্প কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে প্রবাসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । 

যদি শিক্ষা পদ্ধতিতে যুগপযোগি পরিবর্তণ আনয়ন করা সম্ভব হতো তাহলে দক্ষ জনশক্তির যোগান দেয়া সম্ভব হতো ও দেশের সম্মান আরো বৃদ্ধি পেতো । মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক ভাই ও বোনেরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে । ইউরোপ-আমেরিকার শ্রমবাজারে অনেক বাংলাদেশি শ্রমিক নিজেদের কর্মদক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে । 

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক ছাত্র-ছাত্রী এখন বিভিন্ন দেশে পড়ালেখা ও উচ্চ শিক্ষা গ্রহণ করতে যায় । পড়ালেখার পাশাপাশি তারা নানা রকম কাজ করে থাকে । ফলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায় । অনেকেই উচ্চ শিক্ষা শেষ করে কাজে যোগদান করে । উন্নত বিশ্বের দেশ গুলো তাদের শ্রমিক সংকট মোকাবেলা করতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করে থাকে । শ্রমিক নিয়োগের ক্ষেত্রে তারা এখন কর্মদক্ষতা সম্পন্নদেরকে প্রধান্য দিয়ে থাকে । অর্থাৎ যে কোন কাজে বিশেষ দক্ষতা বা বিদেশে কাজের অভিজ্ঞতা থাকলে তারা ভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শ্রমিক নিয়োগ করে । 

আপনারা বিভিন্ন দেশের শ্রমবাজার নিয়ে একটু গবেষণা করলেই জানতে পারবেন কোন কাজে দক্ষ জনশক্তির যথেষ্ঠ অভাব রয়েছে । নিজেকে যে কোন একটি কাজে দক্ষ করে গড়ে তুলুন ও ভিসার জন্য একটি ভালো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন । তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে পাশে থাকুন । সফলতা নিশ্চয় দরজায় কড়া নাড়বে ।  Click here

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post