👍কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বিশ্বের উন্নত দেশগুলো গতানুগতিক শিক্ষা থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে । বর্তমানে উন্নয়নশীল দেশগুলো কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে এক রকম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে । উন্নয়নশীল দেশের নাগরিকেরা বিশ্বাস করে কারিগরি প্রশিক্ষণ কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারিগরি শিক্ষায় এগিয়ে থাকা ১৪৯ টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৪ তম । অর্থাৎ বাংলাদেশে দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব রয়েছে । বাংলাদেশের শ্রমবাজারে দক্ষ মানবসম্পদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । কিন্তু কারিগরি শিক্ষার প্রতি অনাগ্রহ প্রতি বছর কয়েক লাখ বেকার তৈরি করছে । বিশেষ করে অদক্ষ জনশক্তির কারনে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গুলোও কাজে লাগাতে আমরা ব্যর্থ হচ্ছি । তাই দেশ ও জাতির সার্বিক উন্নয়নে কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নাই ।
কারিগরি প্রশিক্ষণ হলো নিদিষ্ট একটি কাজে একজন ব্যক্তিকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা । অর্থাৎ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে একজন ব্যক্তিকে কর্মদক্ষতা সম্পন্ন জনশক্তিতে পরিণত করা ।
কারিগরি প্রশিক্ষন সমাজ ও রাষ্ট্রের উপর কি ধরণের প্রভাব ফেলে তা নিচের আলোচনা থেকে জানার সুযোগ হবে:
👍কর্মসংস্থান সৃষ্টি: কারিগরি প্রশিক্ষণ একজন ব্যক্তিকে দ্রুত কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলে । বিভিন্ন শিল্প এবং প্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা পালন করে ।
👍দক্ষতা বৃদ্ধি: কারিগরি প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা প্রদানের মধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি করে ।
👍অর্থনৈতিক প্রবৃদ্ধি: দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয় বাড়ে ।
👍দারিদ্র্য বিমোচন: কারিগরি প্রশিক্ষণ দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে কারণ এটি মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে ।
👍নতুন ব্যবসা শুরু: কারিগরি প্রশিক্ষণ একজন ব্যক্তিকে নতুন ব্যবসা শুরু করতে এবং উদ্যোক্তা হতে উৎসাহিত করে ।
👍মানব সম্পদ উন্নয়ন: কারিগরি শিক্ষা দেশের মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বিশেষ করে বিদেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকায় অনেকেই বিদেশে কাজের সুযোগ পায় ।
এই কারণে, কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অপরিহার্য ।
বিদেশযাত্রার প্রস্তুতি: কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে একজন ব্যক্তি যখন দক্ষ শ্রমিক হয়ে উঠে তখন সে খুব সহজেই দেশের বাইরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । সে জানে কোন দেশ গুলোতে তার মতো দক্ষ শ্রমিকের অনেক চাহিদা রয়েছে । বিশ্বের অধিকাংশ দেশে নির্মান শ্রমিক যেমন-সিভিল ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রী, রড বাইন্ডার, কার্পেন্টার, স্ক্যাফল্ডার, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, রং মিস্ত্রী, জিপসাম ওয়ার্কার, ইন্টেরিয়র ডিজাইনার, প্লাম্বার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রী ইত্যাদি কাজ জানা শ্রমিকের অনেক চাহিদা রয়েছে । এছাড়াও শিল্প কারখানাগুলোতে বিভিন্ন কাজে দক্ষ শ্রমিক প্রয়োজন হয় । যেমন-কারখানা শ্রমিক, গাড়ি চালক, পাম্প অপারেটর, ফর্কলিফট অপারেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি । চিকিৎসা, তথ্য-প্রযুক্তি ও সেবামূলক কাজের জন্যও বিভিন্ন ধরনের দক্ষ শ্রমিক প্রয়োজন হয় । যেমন-ডাক্তার, নার্স, কেয়ার গিভার, হাসপাতাল ক্লিনার, সফটওয়ার ও হার্ডওয়ার ইঞ্জিনিয়ার, ওয়েব ডিভোলপার, গ্রাফিক ডিজাইনার, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, রেস্টুরেন্ট ওয়ার্কার, শেফ, কৃষি শ্রমিক, নাপিত, দর্জি, পোষাক শ্রমিক, কাঠমিস্ত্রী, গৃহকর্মী, এসি-ফ্রিজ টেকনিশিয়ান, গাড়ি মেকানিক ইত্যাদি । এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এমন অনেক কাজের মধ্যে কোন কাজে আপনার বিশেষ পারদর্শিতা আছে । এমনকি কোন কাজের উপর আপনার প্রশিক্ষণ সনদ ও কর্মদক্ষতা রয়েছে । যদি আপনার বিশেষ কোন কাজের উপর দক্ষতা থাকে তাহলে আপনি হয়ে উঠবেন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন শ্রমিক । আর এমন চাহিদা সম্পন্ন শ্রমিক তৈরিতে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি । সরকারি ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান গুলোর সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করি দক্ষ জনশক্তি তৈরিতে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে । আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হতে চান ও বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা আপনাদের কথা মনযোগ দিয়ে শুনবো ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবো । আমরা বিভিন্ন দেশের ভাষা শেখার ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা করবো । রিমিনি ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় আপনারা কোরিয়া, জাপান, জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment