বিমানবন্দরে সহজ হলো 'মিট এন্ড গ্রিট' সেবা: Meet and Greet' Service at the Airport

💚বিমানবন্দর প্রতিটি ভ্রমনপিপাসু নাগরিকের জন্য একটি রহস্যময় জায়গা । একজন ব্যক্তিকে বিমানবন্দরে অনেক গুলো নতুন পরিস্থিতির সন্মুখীন হতে হয় । বিমানবন্দরে আগমন ও বহিঃগমন সেবা সহজ ও নির্বিঘ্ন করার জন্য সারা বিশ্বের প্রতিটি বিমানবন্দরে 'মিট এন্ড গ্রিট' সেবা চালু রয়েছে । বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ি, অসুস্থ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধি ও পরিবার নিয়ে যারা বিভিন্ন দেশ ঘুরতে যান তারা এই সেবাটি গ্রহণ করে থাকেন ‍। যারা প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন তারাও এই সেবাটি নিতে পারেন । আপনাদের বিমান ভ্রমন হবে স্মরণীয় ও আনন্দদায়ক । 

'মিট এন্ড গ্রিট' সার্ভিস হলো বিমানবন্দরে আগত ও বহিঃগমনে ব্যস্ত নাগরিকদের ইমিগ্রেশন, কাস্টম ও বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করে তাদেরকে নিজ নিজ গন্তব্যে পৌছাতে সহায়তা করা ।

👉বিমানবন্দরে আগত যাত্রীদের জন্য 'মিট এন্ড গ্রিট' সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আপনাদেরকে যে সকল সেবা প্রদান করবে:

১. বিমান অবতরণ করার পর নিজ উদ্যোগে কেবিন ব্যাগেজ নিয়ে বিমান থেকে নেমে আসতে হবে ।

২. আন্তজাতিক আগমন গেট ব্যবহার করে ইমিগ্রেশন কাউন্টারের সামনে চলে আসতে হবে ।

৩. আপনি যদি দেশের বাইরে থেকে অন-লাইনে বা ফোনে 'মিট এন্ড গ্রিট' সেবার জন্য যোগাযোগ করে থাকেন তাহলে ইমিগ্রেশন সম্পন্ন করার পর আপনার সেবা শুরু হয়ে যাবে ।

৪. আমাদের একজন প্রতিনিধি আপনার নাম ও পরিচয় লেখা প্লে-কার্ড হতে দাঁড়িয়ে থাকবে ।

৫. আপনাকে বাংলাদেশে স্বাগতম জানিয়ে ব্যাগেজ কালেকশন বুথে নিয়ে যাবেন । ট্রলি সংগ্রহ করে নিজে উপস্থিত থেকে আপনার ব্যাগেজ সংগ্রহ করবেন ।

৬. আপনার নিকট কোন করযোগ্য পণ্য না থাকলে, আমাদের প্রতিনিধি আপনাকে নিয়ে গ্রীণ চ্যানেল ব্যবহার করে বেরিয়ে আসবেন । অন্যদিকে করযোগ্য পণ্য থাকলে আপনাকে রেড চ্যানেল ব্যবহার করে শুল্ক বিভাগে নিয়ে যাবেন ও সকল কার্যক্রম সম্পন্ন করে আপনাকে নিয়ে পার্কিং এরিয়াতে চলে আসবেন ।

৭. আপনার যদি গাড়ি বুকিং করা থাকে তাহলে আপনাকে মালামাল সহ গাড়িতে তুলে দিয়ে সম্মানের সাথে বিদায়  জানাবেন । আপনারা চাইলে 'মিট এন্ড গ্রিট' সেবা নেয়ার পাশাপাশি গাড়ি ভাড়া ও হোটেল বুকিং সেবাও নিতে পারেন ।

👉বিমানবন্দরে বহিঃগমনের জন্য যে সকল যাত্রী আসবেন তারা 'মিট এন্ড গ্রিট' সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে সকল সেবা পাবেন:

১. টার্মিনালের কার পার্কিং থেকে আপনাদেরকে রিসিভ করা হবে ।

২. গাড়ি থেকে সকল ব্যাগেজ নামানো হয়ে গেলে আপনাকে চেক-ইন গেইটে নিয়ে যাওয়া হবে । 

৩. চেক-ইন সম্পন্ন হলে আপনার ব্যাগেজ সংগ্রহ করে টিকিট অনুযায়ী  এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টারে নিয়ে যাওয়া হবে ।

৪. আপনি যদি একজন প্রবাসী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনাকে বিএমইটি হেল্প ডেস্কে নিয়ে যাওয়া হবে । আপনার প্রয়োজনীয় চেক-ইন সম্পন্ন হলে ইমিগ্রেশন কাউন্টারে পৌছে দেয়া হবে । 

৫. অন্যদিকে আপনি যদি পর্যটক হয়ে থাকেন তাহলে আপনাকে বিএমইটি হেল্প ডেস্কে যেতে হবে না । আপনাকে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে পৌছে দেয়া হবে । আপনি ইমিগ্রেশন সম্পন্ন করে এয়ারলাইন্সের বিশ্রামাগারে অপেক্ষা করতে পারবেন । আপনাকে বিদায় জানিয়ে আমাদের প্রতিনিধি কর্মস্থলে ফিরে আসবেন ।

নবাগত পর্যটক ও প্রবাসীদের জন্য মিট এন্ড গ্রিট অত্যন্ত প্রয়োজনীয় একটি সেবা । অনেকেই ফ্লাইট মিস করে থাকেন বিমানবন্দরের বিভিন্ন অনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে । সময় ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকেই বোর্ডিং কাউন্টার ও ইমিগ্রেশন কাউন্টারে সময়মতো পৌছাতে পারে না । তাই আপনাদের প্রয়োজনে 'মিট এন্ড গ্রিট' সেবা নিয়ে আমরা আছি আপনাদের পাশে । Click here

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post