রোমানিয়াতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ: Opportunities to build a career as a Diploma in Civil Engineer in Romania

🏦ইউরোপের সেনজেনভূক্ত দেশ গুলোর মধ্যে খুব কম সংখ্যক দেশ উন্নয়নশীল দেশ গুলো থেকে জনশক্তি নিয়োগ করে থাকে । বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য সেনজেনভূক্ত দেশ গুলোতে যায় ও পড়ালেখা শেষ করে সেখানে কাজে যোগদান করে । উন্নত বিশ্বের দেশ গুলো যেহেতু মধ্যেপ্রাচ্যের মতো অদক্ষ শ্রমিক নিয়োগ করে না সেহেতু বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিকদের সেনজেনভূক্ত দেশ গুলোতে প্রবেশের সুযোগ খুবই কম । অনেক অদক্ষ বাংলাদেশি অবৈধভাবে ১৫-২০ লাখ টাকা খরচ করে সাগর ও সীমান্ত পাড়ি দিয়ে অধিক আয়ের আশায় সেনজেনভূক্ত দেশ গুলোতে প্রবেশ করে । কিন্তু পৌঁছে তারা হতাশায় ডুবে যায় । কর্মদক্ষতা, ভাষাগত দক্ষতা ও বৈধ কাগজপত্র না থাকায় কোন প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ করতে চায় না । সেনজেনভূক্ত দেশ গুলোতে প্রচুর শ্রমিক সংকট থাকলেও আমরা কর্মদক্ষতার অভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি । আমাদের দেশ থেকে মূলত পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, লিথুনিয়া, স্লোভেনিয়া, ইতালি বৈধভাবে ওয়ার্ক পারমিট ইসু করে থাকে । প্রবাসী শ্রমিকদের নানা অনিয়মের কারনে বর্তমানে ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ইসু করা বন্ধ রেখেছে । আমাদের দেশে অধিকাংশ দেশের দূতাবাস না থাকায় প্রতিবেশি দেশ ভারতে গিয়ে ভিসা আবেদন করতে হয় । আমাদের দেশে ভিসা আবেদন কেন্দ্র ও দূতাবাস চালু হলে আমরা খুব সহজেই ভিসা আবেদন করতে পারবো । দক্ষতা থাকলে আমরা এখনো রোমানিয়াতে কাজের সুযোগ পেতে পারি । ইউক্রেনকে ইউরোপের শস্যভান্ডার বলা হতো । কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধের কারনে ভৌগলিকভাবে রোমানিয়া ইউরোপের সেনজেনভূক্ত দেশ গুলোর কাছে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । আয়তনে বড় দেশটি কৃষি, নির্মাণ, টুরিজম এন্ড হসপিটালিটি, আইটি, চিকিৎসা, অটোমোবাইল ও উৎপাদন খাতে উন্নতির জন্য চেষ্টা করছে । আয়তনের তুলনায় জনসংখ্যা কম থাকায় উৎপাদনে লক্ষমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে । এশিয়া মহাদেশ থেকে যাওয়া অনেক শ্রমিক রোমানিয়া থেকে পালিয়ে যাওয়ায় শ্রমিক সংকট আরো তীব্র হয়েছে । আপনারা যারা রোমানিয়াতে চাকরি করতে আগ্রহী ও সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা শেষ করেছেন তারা আমাদের সহযোগিতায় ভিসার জন্য আবেদন করতে পারেন । অনলাইন ইন্টারভিউতে পাশ করার পর আপনি রোমানিয়ার একটি নামকরা কনস্টাকশন কম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পাবেন । নিচে প্রদানকৃত তথ্য গুলো আপনার সাথে মিলে গেলেই সুযোগ পাবেন আবেদন করার ।

👍কাজের ধরণ: কনস্টাকশণ কম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার
👍বয়স: আবেদনকারীর বয়স ২২-৪৫ বছরের মধ্যে হতে হবে । 
👍রেসিডেন্সি কার্ড: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: নিয়মিত কর্মঘন্টার অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । অভিজ্ঞতা না থাকলে সহকারি হিসেবে কাজ করতে হবে । ইউরোপাস সিভি, কাজের ছবি ও শর্ট ভিডিও প্রদান করতে হবে ।
👍বেতন: বেসিক সেলারি ৪,৫০০-৫,০০০ রোমানিয়ান লূ ।
👍খাবার: যেহেতু আমরা ভাত খেতে অভ্যস্ত সেহেতু নিজে রান্না করে খেতে হবে । কর্মক্ষেত্রে মেনু অনুযায়ী কম্পানি দুপুরের খাবার প্রদান করবে ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৮-৯ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ কম্পানি দিবে ।
👍মেডিকেল টেস্ট: বাংলাদেশে কোন মেডিকেল টেস্টের প্রয়োজন নাই । তবে শারীরিকভাবে কাজের যোগ্য হতে হবে ।
👍ভাষাগত দক্ষতা: বেসিক ইংরেজি জানতে হবে । আমাদের বেসিক কোর্সটি করে নিতে পারেন । কিছু রোমানিয়ান কথপোকথন শিখে গেলে ভালো হয় ।
👍প্রশিক্ষণ: নির্মাণ কাজে বিশেষ প্রশিক্ষণ সনদ ও পুরস্কার অর্জন থাকলে অগ্রাধিকার পাবে ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post