👉আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্রশিক্ষক উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের জন্য বিদেশে গমন করে থাকেন । সবাই দেশে ফিরে না আসলেও কেউ কেউ দেশে ফিরে আসেন । যারা দেশে ফিরে আসেন তারা নিজেদেরকে নানাবিধ কর্মকান্ডে যুক্ত করে অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন । খুব বেশি ক্যারিয়ার সচেতন যারা তারা প্রবাসেই থেকে যান ও কর্মজীবনে প্রবেশ করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন । আমরা সবার সিদ্ধান্তকেই সম্মান জানাই । কেউ দেশে ফিরে নিজ দেশকে সেবা দেন । আবার কেউ বিদেশে বসবাস করেও নিজ দেশের জন্য কিছু করার চেষ্টা করেন । মূলতঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা দেশে ও বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন ।
দেশে কিংবা বিদেশে উচ্চ শিক্ষা শুরু করার পূর্বে অবশ্যই আপনারা আপনাদের অভিভাবক, শিক্ষক ও বিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে নিবেন । সঠিক সময়ে সঠিক মানুষের পরামর্শ আপনারা যদি না পান তাহলে আপনাদের পরবর্তী জীবন হবে ভুল ও দীর্ঘ নিঃশ্বাসে ভরপুর । পরিবারের মানুষ গুলোর কথা শুনুন । তাদের ভালোবাসা ও পরামর্শকে মূল্যায়ণ করতে শিখুন । দেশে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ না পেয়ে হতাশ হবেন না । বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ । বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করুন । শুধু বিষয় ভিত্তিক পড়ালেখা করতে গিয়ে কর্মজীবনকে সংকুচিত করবেন না । ব্যবহারিক ও প্রায়গিক শিক্ষা অর্জনে মনযোগি হোন । বিদেশে উচ্চ শিক্ষার আবেদন করার পূর্বে নিজেকে প্রস্তুত করুন ।
👍নিচের নির্দেশনা গুলো অনুস্মরণ করুন ।
১. স্কুল ও কলেজে পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কর্যক্রম গুলোতে অংশ গ্রহন করুন । যেমন-বিতর্ক প্রতিযোগিতা, গান ও বাদ্যযন্ত্র পরিচালনা, কবিতা আবৃত্তি, খেলাধুলা, শরীরচর্চা, কম্পিউটার পরিচালনা, কারিগরি শিক্ষা ও বিদেশী ভাষা শেখা কোর্স প্রভৃতি কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখুন ।
২. বিদেশে উচ্চ শিক্ষার জন্য দেশ ও বিষয় নির্ধারণ করুন ।
৩. স্কুল, কলেজ ও কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্জিত সকল সার্টিফিকট ও মার্কশিট গুলো সংগ্রহ করে নিজের কাছে রাখুন ও স্ক্যান করে মেইলে সংরক্ষণ করে রাখুন ।
৪. আপনার সার্টিফিকেট ও কাগজপত্রের সাথে মিল রেখে একটি পাসপোর্টের আবেদন করুন । অবশ্যই একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না ।
৫. আমাদের দেশের যে কোন একটি ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খুলে ফেলুন ও পরিবারের প্রয়োজনে কিছু লেনদেন করুন ।
৬. যে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের জন্য ভাষাগত দক্ষতার সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে তাদের চাহিদা অনুযায়ী ভাষাগত দক্ষতার কোর্সটি করে নিন । যেমন-আইইএলটিএস (IELTS), জিআরই (GRE), এসএটি (SAT), জার্মান, জাপানিজ, কোরিয়ান ও চায়নিজ ভাষা ।
৭. একটি কভার লেটার ও সিভি তৈরি করুন । মটিভেশন লেটার ও উচ্চ শিক্ষার কারণ বর্ণনা করে একটি চিঠি লিখুন । বিশেষ প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে সুপারিশ পত্র সংগ্রহ করে রাখুন ।
৮. একজন অভিজ্ঞ কনসালটেন্ট বা একটি ভালো প্রতিষ্ঠানের পরামর্শ নিয়ে অফার লেটারের জন্য আবেদন করুন ।
৯. অফার লেটার আসার পর নিয়ম মেনে সকল কাগজপত্র প্রস্তুত করে সাক্ষাৎকারের জন্য নিজেকে প্রস্তুত করুন ।
১০. সময়মতো দূতাবাসে উপস্থিত হয়ে ভিসা অফিসারের সকল প্রশ্নের উত্তর সাবলীল ভাষায় দেয়ার চেষ্টা করুন ।
১১. কাগজপত্র ও ভিসা ফি জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করুন । নিদিষ্ট দিনে পাসপোর্ট সংগ্রহ করার বার্তা পেয়ে দূতাবাসে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করুন ।
১২. ভিসা প্রাপ্তির পর প্রতিষ্ঠানকে অবহিত করে ক্লাশ শুরুর নিদিষ্ট তারিখ জেনে নিন ।
১৩. ক্লাশ শুরুর ২ দিন আগে বিমান টিকিট সংগ্রহ করে নিরাপদে ভ্রমন করুন । ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন বিমান সংস্থা গুলো বিশেষ সুবিধা দিয়ে থাকে । একটি ভালো ট্রাভেল এজেন্সি থেকে আপনার টিকিট সংগ্রহ করুন ।
আমরা আন্তরিক ভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি । অনাকাঙ্খিত ভাবে যদি কোন তথ্য বাদ পড়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে লিখে জানাবেন । আমরা পরবর্তী সংস্করণে আপনাদের পরামর্শ গুলো সংযুক্ত করবো । Read more
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment