👨⚕আমাদের মৌলিক চাহিদা গুলোর মধ্যে একটি হলো চিকিৎসা । রাষ্ট্রের নাগরিক হিসেবে বিনামূল্যে বা নামমাত্র খরচে এই সেবাটি আমাদের পাওয়ার কথা । কিন্তু এই খাতে আমরা সবচেয়ে বেশি অবহেলিত । বিগত সময় গুলোতে ব্যাপক দূর্ণীতি ও দূবৃত্তায়ণের কারণে স্বাস্থ্য সেবা পুরোটাই ভেঙ্গে পড়েছে । সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ব্যাপক অনিয়ম সেবার মানকে করেছে নিম্নমুখী । কিছু চিকিৎসকদের মানহীন সেবার কারণে মানুষ সু-চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হয়ে বিদেশমুখী হয়ে যায় । বিশেষ করে চিকিৎসকরা রোগিদের সমস্যা গুলো পুরোপুরি না শুনেই টেস্ট লিখতে শুরু করেন । আবার প্রেসক্রিপশনে তারা উদার হস্তে অপ্রয়োজনীয় ঔষধ লিখে দেন । হাসপাতালের পরিবেশের কারণে ও চিকিৎসা ব্যয় কমাতে অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছে । আমাদের দেশে একটি অপারেশনে যে পরিমাণ খরচ ধরা হয় তার চেয়ে কম খরচে অন্যান্য দেশ থেকে অপারেশন করা যায় । বিশ্বায়ণের এই যুগে বিভিন্ন হাসপাতাল থেকে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় । এসব নানা কারণেই বাংলাদেশের অনেক মানুষ সামর্থ অনুযায়ী বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে । আপনারা যারা বিদেশে চিকিৎসা নিতে যেতে চান তারা কিছু বিষয় সব সময় মাথায় রাখবেন । আমি আপনাদেরকে কিছুটা গাইড লাইন দিয়ে সহযোগিতা করছি ।
👍দেশের চলমান চিকিৎসা সেবা যদি আপনার কাছে অপ্রতুল মনে হয় তাহলে দেশের বাইরের চিকিৎসা বিষয়ে তুলনামূলক স্টাডি করুন ।
👍একজন ভালো কনসালটেন্টের সাথে পরামর্শ করুন । যারা ইতোমধ্যে দেশের বাইরে চিকিৎসা নিয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ।
👍দেশে আপনি যে সকল ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন তাদের চিকিৎসা পত্র ও টেস্টের রিপোর্ট গুলো স্ক্যান করে ফেলুন ।
👍দেশের বাইরে এক্সপার্ট ডাক্তারদেরকে আপনার চিকিৎসাপত্র ও টেস্ট রিপোর্ট গুলো মেইল করুন ।
👍তারা যদি আপনার চিকিৎসা পত্র ও রিপোর্ট গুলো দেখে আপনার বিষয়ে আগ্রহী হয় তাহলে তারা আপনাকে সহায়তা করার জন্য আপনাকে মেইলে উত্তর প্রদান করবে ও ভিসা করার পরামর্শ প্রদান করবে ।
👍আপনি বিস্তারিত তথ্য জানার সুযোগ পাবেন ও আশা করি সু-চিকিৎসা পাবেন ।
মনে রাখবেন সঠিক সময়ে যদি আপনার রোগ সনাক্ত করা না হয় তাহলে রোগমুক্তি আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে । তাই ঘনঘন ডাক্তার পরিবর্তণ না করে রোগ সনাক্ত করতে তৎপর হতে হবে ।
হটলাইন:
Post a Comment