সংযুক্ত আরব আমিরাতে প্যাকেজিং কাজে লোক নিয়োগ: Recruitment for packaging jobs in the United Arab Emirates

💼 ড. মুহাম্মদ ইউনুসের সংযুক্ত আরব আমিরাত সফর ও দীর্ঘ আলোচনার পর বেশ কিছু শর্তের ভিত্তিতে উন্মুক্ত হচ্ছে দুবাইয়ের শ্রমবাজার । আপনারা যারা দুবাইতে চাকরি করতে আগ্রহী তারা চাইলে নতুন শর্ত গুলো মেনে খুব সহজেই আবেদন করতে পারবেন । ভ্রমন ভিসাতে দুবাই  গিয়ে যারা চাকরি করার কথা এখনো ভাবছেন তারা দুবাইতে কোন কাজ করতে পারবেন না । যদি কোন দোকান মালিক অবৈধ অভিবাসীদের চাকরি বা কাজ প্রদান করে তাহলে তাকে বড় ধরনের অর্থ জরিমান করা হবে ও লাইসেন্স বাতিল করা হবে । বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সুপ্রতিষ্ঠিত কিছু কম্পানি বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগের অনুমতি পেয়েছে । আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কম্পানিতে চাকরি করছে । রেমিট্যান্স প্রবাহের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের অবদান অনস্বীকার্য । বর্তমানে অনেক দক্ষ শ্রমিক সেখানে কাজ করছে । আপনারা যারা বেসিক ইংরেজি ভাষা জানেন ও প্যাকেজিং কাজে দক্ষতা অর্জন করেছেন তারা চাইলে আমাদের মাধ্যমে প্যাকেজিং কর্মী হিসেবে আবেদন করতে পারেন । আপনাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বেতনে চাকরি করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন । সংযুক্ত আরব আমিরাতের প্যাকেজিং কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি খুব সহজেই উন্নত বিশ্বের যে কোন দেশে কাজের সুযোগ পেতে পারেন । মনে রাখবেন বর্তমানে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া দেশে ও বিদেশে চাকরি পাওয়া খুব কঠিন । নিচের বিস্তারিত তথ্য গুলো মনযোগ দিয়ে পড়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ।

👍কাজের ধরণ: প্যাকেজিং কর্মী
👍বয়স: আবেদনকারীর বয়স ২২-৪৫ বছরের মধ্যে হতে হবে ।
👍রেসিডেন্সি: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: নিয়মিত কর্মঘন্টার অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: ১-৩ বছরের অধিক কোন প্রতিষ্ঠানে প্যাকেজিং কাজের অভিজ্ঞতা থাকলে অধিক বেতন ও ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকবে ।
👍বেতন: বেসিক বেতন ১৪০০ দিরহাম ।
👍খাবার: খাদ্যভ্যাস গত বৈচিত্রের কারনে কম্পানি সাধারণত রান্না করা খাবার প্রদান করে না । আপনারা চাইলে নিজে রান্না করে খেতে পারেন ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৯ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ ও পোষাক কম্পানি প্রদান করবে ।
👍মেডিকেল টেস্ট: মেডিকেলে ফিট হতে হবে ।
👍ভাষাগত দক্ষতা: বেসিক ইংরেজি জানতে হবে । আরবি ও হিন্দি কিছু শিখে গেলে ভালো হয় ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post