বাংলাদেশে ছুটিতে আগত সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি

🛬বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনদেরকে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব । সম্প্রতি বেশ কিছু ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা পর্যালোচনা করে প্রবাসীদের জীবন ও সম্পদ রক্ষা করতে কিছু দিকনির্দেশনা প্রদান করছি । আশা করি আপনারা যদি নির্দেশনা গুলো অনুস্মরণ করেন তাহলে সহজেই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবেন । আপনারা যারা ইতোমধ্যে ইদের ছুটিতে দেশে আসার টিকিট ক্রয় করেছেন ও বিদেশে যাওয়ার টিকিট ক্রয় করেছেন তারা আমাদের পরামর্শ গুলো সতর্কতার সাথে অনুস্মরণ করবেন । রাস্তায় চলাচলের নির্দেশনা গুলো মেনে চলুন ।

👍 আপনারা যারা ইদের ছুটিতে দেশে আসার জন্য টিকিট ক্রয় করেছেন তারা অনুগ্রহকরে টিকিটে দেয়া সময় ভালো করে দেখে নিন ।
👍 আপনার বিমান কখন হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে তা দেখে নিন । 
👍 বিমানবন্দর নেমে ইমিগ্রেশন ও কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে এসে লাগেজ সংগ্রহ করুন ।
👍 ঢাকাতে থাকে এমন আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে বিমানবন্দরে আসতে বলবেন না ।
👍 বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যেতে যদি রাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঢাকাতেই অবস্থান করার চেষ্টা করবেন । ঢাকাতে কোন আত্মীয় স্বজন থাকলে তার বাসায় থেকে সকাল বেলা গ্রামের বাড়ির উদ্দেশ্য যাত্রা শুরু করুন ।
👍 রাস্তায় ডাকাত ও ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে ও মূল্যবান সম্পদ রক্ষা করতে রাতে বাড়ি যাওয়ার চিন্তা পরিহার করুন ।
👍 বর্তমানে ঢাকা থেকে বিভিন্ন রোড়ে ছেড়ে যাওয়া বেশ কিছু বাস ও গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে । অনেক প্রবাসী তাদের পাসপোর্ট সহ বিভিন্ন মূল্যবান সম্পদ হারিয়েছেন । তাই সতর্ক হোন ।
👍 আপনারা যারা বিদেশ ভ্রমন, কাজ বা চাকরির উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাবেন তাদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য । আপনারা ফ্লাইটের একদিন আগে ঢাকাতে চলে আসবেন । রাতে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন না ।
👍 বিমানবন্দরের আশেপাশে হোটেল গুলোতেও থাকতে পারেন । 
👍 যে কোন বিপদ হলে স্থানীয় পুলিশ স্টেশনের সহযোগিতা নিন ও প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

1 Comments

Post a Comment

Previous Post Next Post