🤝আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর থানায় বসবাস করেন তারা খুব সহজেই মোঃ ইমাম খন্দকারকে চিনবেন । তার বাবার নাম মোঃ মোতাহের খন্দকার ও মায়ের নাম ফরিদা আক্তার । বিটঘর ইউনিয়নের তিয়ারা গ্রামে মোঃ ইমাম খন্দকারের জন্ম । গ্রামে গিয়ে যে কাউকে তার বাবার নাম বললে সবাই চিনে থাকবে । আমাদের প্রথম ৫ জনের গ্রুপে মোঃ ইমাম খন্দকার ছিল সবার ছোট । তাই সবচেয়ে বেশি আদর ও ভালোবাসা পেয়েছে সে । আমরা যখন ভারত থেকে ভিসা না পেয়ে ফিরে আসি তখন এই ৫ জনের সবাই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে । আমাদের যে কোন প্রস্তাবে পরিবারের সবার সাথে আলোচনা করে ইতিবাচক মতামত দিয়েছেন । ভারত থেকে ফিরে আসার ৭ মাস পর আমরা যখন তাদেরকে বললাম আমাদের ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা গিয়ে ভিসা আবেদন জমা দিতে হবে তখন এই পাঁচ জন সবার আগে রাজি হয়েছে । সকল ধরনের আর্থিক সহযোগিতা করেছেন । তাদের বিশ্বাস ছিল লেগে থাকলে কিছু হবে । সৃষ্টিকর্তা তাদের সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন । মোঃ ইমাম খন্দকার উচ্চ মাধ্যমিক পাশ করে কারিগরি শিক্ষার উপর প্রশিক্ষণ গ্রহন করে ইউরোপের জন্য চেষ্টা শুরু করে । তার বড় ভাই যেহেতু অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌছাতে সক্ষম হয়েছিলেন তাই তিনি কষ্টটা ভালো বুঝতেন । তিনি চান নি তার ছোট ভাই অবৈধভাবে ইউরোপে আসতে গিয়ে সাগরে হারিয়ে যাক । যেহেতু ইতালিতে তার বড় ভাই ৫ বছর পরও বৈধতার কাগজ পায় নি সেহেতু তিনি কোন ভাবেই তার ছোট ভাইকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের অনুমতি দেননি । আমরা যেহেতু নিয়ম মেনে সকল কাজ করছিলাম সেহেতু সেও আমাদের উপর আস্থা রেখেছিলেন । আমরা সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইন্দোনেশিয়াতে পৌছাতে সক্ষম হই । তারপর ইন্দোনেশিয়ার বিভিন্ন নিয়ম মেনে দূতাবাসে আবেদন জমা করি ।
২০১৯ সালের জানুয়ারি মাসের ০৯ তারিখে তার ওয়ার্ক ভিসাটি ইসু করে পোল্যান্ড দূতাবাস । আমরা জানুয়ারি মাসের ১৪ তারিখে তার পাসপোর্ট পোল্যান্ড দূতাবাস থেকে উত্তোলন করি । অবশেষে সফলতার হাঁসি নিয়ে রুমে ফিরে আসে মোঃ ইমাম খন্দকার । দেশে ফিরে ফিঙ্গারপ্রিন্ট, ট্রেনিং ও ম্যানপাওয়ার সম্পন্ন হওয়ার পর ২০১৯ সালের ২৬শে এপ্রিল তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোঃ ইমাম খন্দকার পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে । কম্পানির একজন প্রতিনিধি তাকে রিসিভ করে ডর্মেটরিতে নিয়ে যায় । দুইদিন বিশ্রামের পর তাকে কর্মস্থলে নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দেয় । বর্তমানে সে পোল্যান্ডে কর্মরত আছে । আরো বিস্তারিত জানতে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা পর্যায়ক্রমে বাকিদের বিস্তারিত তথ্য তুলে ধরবো ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment