ABOUT US

রিমিনি টুরস এন্ড ট্রাভেলসের ইতিকথা:

Rimini City in Italy

ইতালির অ্যাড্রিয়ঠিক সাগর উপকূলবর্তী একটি শহরের নাম রিমিনি । এই শহরেই জন্ম গ্রহণ করেছেন ও বেড়ে উঠেছেন আমাদের প্রতিষ্ঠানের প্রবর্তক । তার পরিবার জীবন ও জীবিকার প্রয়োজনে একটা সময় জার্মানিতে চলে এসেছিলেন । স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা শুরু করেছিলেন জার্মানির জিগেন শহরে । এখানেই প্রতিষ্ঠা করেছিলেন পিজারিয়া রিমিনি নামে একটি রেস্টুরেন্ট । পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব আমিনুল ইসলাম পিজারিয়া রিমিনিতে কর্মজীবন শুরু করেন ও ব্যবসায়িক অংশিদার হিসেবে সম্মানিত হন । পর্যটন শিল্পের প্রসার ও বিকাশের কথা চিন্তা করে রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি  তিনি রিমিনি টুরস এন্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান শুরু করেন । বর্তমানে রিমিনি টুরস এন্ড ট্রাভেলস সেই প্রতিষ্ঠানের একটি সহযোগি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কাজ করছে । প্রতিষ্ঠানটি শুরু থেকেই পর্যটন শিল্পের বিকাশ ও দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বহুমুখী কাজ করে যাচ্ছে । আমাদের প্রতিষ্ঠানের শ্লোগান হচ্ছে, "জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও ভ্রমণ ।" 


👍আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে, রিমিনি টুরস এন্ড ট্রাভেলসের সম্মানিত ডিরেক্টর আমিনুল ইসলাম কোরাজনের (www.korazon.eu) সিএমও হিসেবে নিযুক্ত হয়েছেন । তার এমন সাফল্যে আমরাও আনন্দিত ও গর্বিত । আমরা আমিনুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি । তার শিক্ষা, যোগাযোগ দক্ষতা, অভিজ্ঞতা, পরিশ্রম আজ তাকে ইউরোপের দেশ জার্মানিতে সম্মানিত করেছেন ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment