আন্তজাতিক শ্রমবাজারে বাংলাদেশীদের সম্ভাবনা ও ভবিষ্যত: Prospects and Future of Bangladeshi Workers in the International Labour Market

💛ইতোমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক নিরাপত্তায় প্রবাসীদের অবদান কতটুকু । প্রবাসী শ্রমিকেরা যে একটি দেশের সম্পদ তা শ্রীলঙ্কার প্রবাসীরা প্রমাণ করেছে । পর্যটন শিল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকার অর্থনীতি ও রাজনীতি । সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ৫ই আগস্ট এসেছে প্রবাসী ও ছাত্র-জনতার (এখানে 'ছাত্র' শব্দটি ছাত্র ও ছাত্রী উভয়কেই বুঝাতে ব্যবহার করা হয়েছে) হাত ধরে । কোন রাজনৈতিক দল আগস্টের বিপ্লবকে নিজেদের বিপ্লব বলে কোথাও ব্যবহার করতে পারবে না । বাংলার সাধারণ মানুষের মুক্তির বিপ্লব হিসেবেই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ৫ই আগস্ট । আমরা দেখেছি দেশ পুনর্গঠনে কিভাবে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে । দেশের সকল খাতে অনিয়ম ও দূর্ণীতি প্রবাসীরা আর দেখতে চায় না । তারা চায় বিমানবন্দরে আসার পর একটু সহযোগিতা ও ভালোবাসা ।  বিগত সরকারেরা প্রবাসীদের রক্ত চুষে নিয়েছে । প্রতিটি পদক্ষেপে তাদেরকে করেছে অপমানিত ও অপদস্থ । ছাত্র-ছাত্রীদের প্রতি প্রবাসীদের বিশ্বাস ও আস্থা রয়েছে যে তারা তাদের বঞ্চনা ও বৈষম্যের ইতিহাস তুলে ধরবে ও সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারকে সহযোগিতা করবে । 


শিক্ষাবিদদের প্রতি প্রবাসীদের অনুরোধ তারা যেন এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাতে কোন দেশ তাদেরকে অদক্ষ শ্রমিক হিসেবে কটাক্ষ করতে না পারে । ভবিষ্যতে যারা প্রবাসী শ্রমিক হিসেবে দেশের বাইরে যেতে চায় তাদেরকে যেন বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয় ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করে শ্রমবাজারে প্রেরণ করা হয় । অভিবাসন ব্যয় কমিয়ে এনে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রবাসীদের জন্য যেন সেবা নিশ্চিত করা হয় । ইন্সুরেন্স ব্যবস্থা চালু করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় । কোন প্রবাসী যেন বিনা চিকিৎসায় মারা না যায় । এমনকি কোন প্রবাসী যদি অসুস্থ বা শারীরিক সমস্যা নিয়ে দেশে চলে আসে তাহলে তাকে যেন পুনর্বাসন করা হয় । কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে প্রতিটি নাগরিককে যেন সম্পদে পরিণত করা হয় ।

সারা বিশ্বের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের একটি বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে । কিন্তু নানা কারণে আমরা আমাদের সুনাম হারিয়েছে । প্রচলিত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে ডিগ্রিধারী করেছি । কিন্তু মানব সম্পদে পরিণত করি নি । ভাত খেয়েছি । কিন্তু রান্না ও থালা ধুয়ার কাজটুকুও পরিবার থেকে শিখে আসি নি । নিজ দেশে যে কাজকে অবহেলা ও অবজ্ঞা করেছি প্রবাসে সেই কাজ অনুসন্ধান করে অর্থ উপার্জনের চেষ্টা করে যাচ্ছি । ভবিষ্যত প্রজন্মের প্রতি অনুরোধ থাকবে তারা যেন সততা ও ন্যায়ের পথ থেকে দূরে সরে না যায় । শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন তাদের জীবনকে আলোকিত করে । দক্ষ জনশক্তির যোগান দিতে সক্ষম হলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার আরো বিকাশিত হবে । কাজ ও ব্যবহার দিয়ে বিশ্ব জয় করবে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা । Click here

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post