✍️বর্তমান যুগে মোবাইল ও কম্পিউটার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও কর্মজীবনের কথা চিন্তাই করা যায় না । মোবাইল ছাড়া যোগাযোগ যেমন কঠিন হয়ে পড়েছে ঠিক তেমনি কম্পিউটার ছাড়া হিসাব নিকাশ রাখা ও অন্যান্য কাজ করা বেশ জটিল হয়ে গিয়েছে । মোবাইল ও কম্পিউটারের সঠিক ব্যবহার অনেক কিছুই সহজ করে দিয়েছে । একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিটি মানুষের কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পকে জানা উচিত । আমাদের 'কম্পিউটার বেসিক' কোর্সটি সম্পন্ন করে আপনি অনেক কিছু জানতে পারবেন । বিশেষ করে যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে চান, ওয়েব ডিজাইনার হতে চান এমনকি কোর্ডিং শিখতে চান তারা এই কোর্সটি থেকে একটি দিক নির্দেশনা পাবেন । আমরা কম্পিউটার বেসিক কোর্সে আপনাদেরকে কি কি শেখাবো তা নিচে দেয়া হলো:
👉কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার
👉মাইক্রোসফট ওয়ার্ড
👉মাইক্রোসফট এক্সেল
👉মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
👉ইন্টারনেট ব্রাউজিং
👉মেইল তৈরি
👉প্রোফেশনাল সিভি ও রেজুমি তৈরি
👉বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধন
👉পিডিএফ তৈরি ও ডিজাইন
👉ডাটা মেনজমেন্ট
আশা করি আমাদের বেসিক কোর্সটি সম্পন্ন করে আপনি একজন দক্ষ ডাটা এন্ট্রি অপারেটর হয়ে উঠবেন । বাংলাদেশে অনেক অফিস আদালতে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনেক নিয়োগ হয় । আপনারা চাইলে কম্পিউটার কম্পোজের কাজ করেও পড়ালেখার পাশাপাশি আয় করতে পারেন । Read more English Language
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment