🙏মালয়শিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ । ১৩ টি রাজ্য নিয়ে এই দেশটি গঠিত । মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর । বিভিন্ন জাতি-গোষ্ঠির মানুষ বসবাস করে এই দেশটিতে । তবে মুসলমানদের সংখ্যা অন্যান্যদের তুলনায় বেশি । মোট জনসংখ্যা ৩ কোটি ৪৫ লাখ হলেও অসংখ্য প্রবাসী শ্রমিক কাজ করে মালয়শিয়াতে । বিশেষ করে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক (৮,৯৮,৯৭০ জন) বিভিন্ন সেক্টরে কাজ করে । ২০২৪ সালে সিন্ডিকেটের কারনে মালয়শিয়া আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে । তত্তাবধায়ক সরকার আলোচনার মাধ্যমে মালয়শিয়ার শ্রমবাজারটি খোলার উদ্যোগ নিয়েছে । মালয়শিয়াতে ১ লাখ শ্রমিকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে । আপনারা যারা মালয়শিয়া যেতে আগ্রহী তারা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়ে দেখতে পারেন । আশা করি আপনারা প্রতারিত হবেন না ।
👍কাজের ধরণ: সুপারশপ (ক্লিনার, হেল্পার, প্যাকেজিং কর্মী, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (নূন্যতম এসএসসি পাশ)
👍বয়স: আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে ।
👍রেসিডেন্সি কার্ড: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: নিয়মিত কর্মঘন্টার অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: স্বপ্ন, মিনা বাজার, আগুরা, প্রিন্স বাজার সহ বাংলাদেশের যে কোন বিভাগীয় শহরে অবস্থিত সুপারশপে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে । অভিজ্ঞতা সনদ, সিভি, কাজের ছবি ও শর্ট ভিডিও থাকলে প্রদান করতে পারেন । যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবে । আমরা প্রশিক্ষণ করিয়ে নিবো ।
👍বেতন: বেসিক সেলারি ১৭০০ রিঙ্গিত ।
👍খাবার: যেহেতু আমরা ভাত খেতে অভ্যস্ত সেহেতু নিজে রান্না করে খেতে হবে । কর্মক্ষেত্রে মেনু অনুযায়ী কম্পানি দুপুরের খাবার প্রদান করবে ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ০৮ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ কম্পানি প্রদান করবে ।
👍মেডিকেল টেস্ট: বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল ফিট সনদ সংগ্রহ করতে হবে । আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ।
👍ভাষাগত দক্ষতা: কিছু মালাই ভাষা শিখে গেলে ভালো হয় । তাহলে স্থানীয়দের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে । বেসিক ইংরেজি জানা থাকা ভালো ।
👍প্রশিক্ষণ: আমাদের সহযোগিতায় সুপারশপের বিভিন্ন কাজের উপর ১ মাসের একটি শর্ট কোর্স করে নিতে পারেন ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment