🏖মানুষ যদি তাদের অবসর সময় কাটানো ও ব্যবসা-বাণিজ্যের প্রচার ও প্রসার ঘটানোর জন্য তাদের পরিচিত ও স্বাভাবিক পরিবেশের বাইরে গিয়ে অবস্থান করে ও বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ করে তবে তাকে পর্যটন (Tourism) বলা যেতে পারে । আমরা যদি পর্যটন শব্দটাকে আরো সংক্ষেপে ব্যাখ্যা করি তাহলে হয়, "পর্যটন হলো বিনোদন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন স্থানে গমন করা, অবস্থান করা ও সেখানকার পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নেয়া ।"
পর্যটনের সাথে সংস্কৃতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে । পর্যটনের মধ্যমে সংস্কৃতি চর্চার প্রচার ও প্রসার ঘটেছে । প্রতিটি মানুষ তার নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক । যখন কোন ব্যক্তি পর্যটনের উদ্দেশ্য নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশ ভ্রমন করে তখন তিনি বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে যাওয়ার সুযোগ পান । সেই সাথে তার নিজের সংস্কৃতির অবস্থান অনুধাবন করতে পারেন । আসুন সংস্কৃতি সম্পর্কে একটু জানার চেষ্টা করি ।
"একটি বিশেষ জাতি বা গোষ্ঠির ভাষা, শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, রীতি-নীতি, চিন্তা-চেতনা, আচার-অনুষ্ঠান, খাদ্যভাস, পরিবেশ, সমাজ ব্যবস্থা, পোষাক-পরিচ্ছদ, ভোটাধিকার, জীবনধারা প্রভৃতির সমষ্টিকে সংস্কৃতি বলে ।"
আমরা যারা বাঙ্গালি মুসলিম তাদের সংস্কৃতি অন্যান্য মুসলিমদের তুলনায় একটু ভিন্ন । উদাহরণ হিসেবে যদি আমরা একজন সৌদি মুসলিমকে সামনে নিয়ে আসি তাহলে দেখবো তিনি আরবি ভাষায় কথা বলেন । সাদা লম্বা পোষাক পরিধান করেন । মাথায় পাগড়ি পরিধান করেন । তার খাদ্যভাস আলাদা বাঙ্গালি মুসলিম থেকে আলাদা । অর্থাৎ দেশ ভেদে রয়েছে সংস্কৃতিগত নানা পার্থক্য । অর্থাৎ আমরা যত বেশি পৃথিবীটা ঘুরে দেখবো তত বেশি নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো । পর্যটন শিল্পের বিকাশ ঘটলে সংস্কৃতিরও বিকাশ ঘটে । বিভিন্ন দেশের সংস্কৃতির সমন্বয়ে একটি নতুন ধারা সৃষ্টি হয় । বাংলাদেশের মানুষ বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে গিয়ে বিভিন্ন কিছু শিখে তারা নিজ দেশে চর্চা করেছে ও বাংলা সংস্কৃতিতে নতুনত্ত্ব নিয়ে আসছে । ইতিহাস পড়লে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষ ও ব্যবসায়ীরা বাংলাদেশে এসেছেন ও দীর্ঘদিন বসবাস করেছেন । তাদের প্রভাব ও অনুকরণে বাংলাদেশ মিশ্র সংস্কৃতি বিকাশ লাভ করেছে । একমাত্র পর্যটন শিল্পের মাধ্যমেই নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব ।
Post a Comment