👷এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে তুলনামূলক সবচেয়ে বেশি চাহিদা মিগ ও টিগ ওয়েল্ডারদের । বাংলাদেশে একজন সাধারণ ওয়েল্ডারও ৩৫-৫০ হাজার টাকা আয় করে থাকে । আপনারা যারা ওয়েল্ডিং শিখে বেকার বসে আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা একটি স্কিল টেস্ট পরীক্ষা দিয়ে সহজেই চাকরি পেতে পারেন সৌদি আরব, দুবাই, রোমানিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে । আপনারা চাইলে নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নিতে সৌদি আরবে চাকরি করতে পারেন । কোন একটি দেশে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি খুব সহজেই উন্নত বিশ্বের যে কোন দেশে কাজের সুযোগ পেতে পারেন । এছাড়াও আপনারা যারা ভালো ভালো ওয়েল্ডিং জানেন ও অল্প আরবি ভাষা জানেন তারাও সৌদি আরবে চাকরি করে অর্থনৈতিক পরিবর্তন আনতে পারেন । মনে রাখবেন কারিগরি প্রশিক্ষণ ছাড়া এখন চাকরি পাওয়া খুব কঠিন । বিস্তারিত পড়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ।
👍কাজের ধরণ: ওয়েল্ডার (বেসিক, মিগ ও টিগ)
👍বয়স: আবেদনকারীর বয়স ২২-৪০ বছরের মধ্যে হতে হবে ।
👍ইকামা: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: দক্ষ হলে বেতন বেশি পাবে ।
👍বেতন: বেসিক বেতন ১৫০০-১৮০০ রিয়েল ।
👍খাবার: নিজে রান্না করে খেতে হবে ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৮-১০ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ কম্পানি দিবে ।
👍মেডিকেল টেস্ট: মেডিকেলে ফিট হতে হবে ।
👍ভাষাগত দক্ষতা: বেসিক ইংরেজি জানতে হবে । আরবি কিছু শিখে গেলে ভালো হয় ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment