🚚দেশে এবং দেশের বাইরে দক্ষ গাড়ি চালকদের বিশেষ চাহিদা রয়েছে । বর্তমানে নারী গাড়ি চালকদের সংখ্যাও বাড়ছে । রাস্তায় শৃঙ্খলা ফেরাতে দক্ষ গাড়ি চালকদের প্রয়োজনীয়তা বর্ণনাতীত । বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক দক্ষ গাড়ি চালক বিদেশে গিয়ে থাকেন । বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মধ্যম ও ভারী লাইসেন্সধারী গাড়ি চালকদের ব্যাপক চাহিদা রয়েছে । আপনারা চাইলে ভারী লাইসেন্স পাওয়ার পর ফর্ক লিফট, রোড় রুলার, রেড়ি মিক্সার, বল্ডোজার, লরি, ক্রেন, এক্সক্যাভেটর, কাভার্ড ভ্যান ইত্যাদি পরিচালনার উপর আরো উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে উচ্চ বেতনে কাজ করতে পারেন । আমরা দক্ষ গাড়ি চালক তৈরিতে ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করে থাকি । আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা কিছু কোর্স বিনা খরচে প্রদান করে থাকি । আমরা যেহেতু প্রোফেশনাল গাড়ি চালকদের প্রশিক্ষণ দিয়ে থাকি সেহেতু নারী-পুরুষ উভয়ের জন্য নিচে উল্লেখিত যোগ্যতা থাকা আবশ্যক:
১. নূন্যতম অষ্টম শ্রেনি পাশ হতে হবে । বর্তমানে এস.এস.সি পাশ যারা তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হয় ।
২. সর্বনিম্ন উচ্চতা ৫ ফিট হতে হবে ।
৩. গাড়ি চালানোর মতো শারীরিক যোগ্যতা থাকতে হবে ।
৪. রং চিনতে সক্ষম হতে হবে ও দৃষ্টিশক্তি জনিত সমস্যা থাকলে অনুগ্রহকরে আবেদন করবেন না । রাতকানা রোগ থাকলে আবেদন করবেন না । অতিরিক্ত শ্বাসকষ্ট রোগ থাকলে ও মাদকাশক্ত হলে আবেদন করবেন না ।
৫. বয়স অবশ্যই ২১ হতে হবে । ২১ বছরের নিচে কেউ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না ।
৬. ঢাকা সহ যে কোন জেলায় প্রশিক্ষণ শেষে চাকরি করতে আগ্রহী হতে হবে ।
৭. কোন নারী যদি বিধবা ও তালাক প্রাপ্ত হয় তাহলে তিনিও সরকারি ও বেসরকারি প্রকল্পের ফ্রি কোর্স করতে পারবেন ।
৮. অবশ্যই জাতীয় পরিচয় থাকতে হবে ।
৯. উপজাতি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির নাগরিকেরা আবেদন করতে পারবেন ।
আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা আমাদেরকে ইমেইল করে সিভি পাঠাতে পারেন । Click here
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment