👉বিভিন্ন দেশে কর্মদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন জনবলের ব্যাপক সংকট রয়েছে । আপনি যদি আপনার চারপাশে একটু খেয়াল করেন তাহলে কি দেখতে পাবেন? চাইলে গ্রামে একটা জরিপ করে দেখতে পারেন । অনেক শিক্ষিত ছেলে মেয়ে পড়ালেখা শেষ করে বেকার বসে আছে । কিন্তু অল্প শিক্ষিতরা কারিগরি দক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে গ্রামেই ভালো আয় করছে । কেউ কেউ নিজেদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বিদেশেও চলে যাচ্ছে । বিদেশে ভালো আয় করছে । আবার বিপরীতে সাধারণ শিক্ষায় শিক্ষিতরা চাকরি না পেয়ে হাতাশায় ডুবে যাচ্ছে । আমাদের দেশের অনেক মানুষ 👆সৌদি আরব👇 সহ বিভিন্ন দেশে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে । আপনি যদি একজন দক্ষ প্লাম্বার হয়ে থাকেন তাহলে আপনিও সৌদি আরবে সম্মানের সাথে কাজ করতে পারেন । অবসরে ভাষা শিখে ও হোম সার্ভিস দিয়েও অনেক টাকা আয় করতে পারেন । আমাদের কয়েকজন প্লাম্বার প্রয়োজন । আপনারা চাইলে আবেদন করতে পারেন ।
👍কাজের ধরণ: প্লাম্বার (পানি ও গ্যাস লাইন মিস্ত্রী)
👍বয়স: আবেদনকারীর বয়স ২২-৪০ বছরের মধ্যে হতে হবে ।
👍ইকামা: কম্পানি প্রদান করবে ।
👍বাসস্থান: কম্পানি ব্যবস্থা করবে ।
👍ওভারটাইম: অতিরিক্ত কাজ করার সুযোগ থাকবে ।
👍কর্মদক্ষতা: দক্ষ হলে বেতন বেশি পাবে ।
👍বেতন: বেসিক বেতন ১৫০০ রিয়েল ।
👍খাবার: নিজে রান্না করে খেতে হবে ।
👍এয়ার টিকিট: যাওয়ার টিকিট কম্পানি প্রদান করবে ।
👍কাজের সময়: ছুটির দিন ছাড়া ৮-১০ ঘন্টা কাজ করতে হবে ।
👍পোষাক ও যন্ত্রপাতি: কাজের প্রয়োজনীয় উপকরণ কম্পানি দিবে ।
👍মেডিকেল টেস্ট: মেডিকেলে ফিট হতে হবে ।
👍ভাষাগত দক্ষতা: বেসিক ইংরেজি জানতে হবে । আরবি কিছু শিখে গেলে ভালো হয় ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment