শিক্ষা, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা = জার্মানি: Education, skill and experience equal to Germany

✍️হিটলারের দেশ জার্মানি ব্যাপক শ্রমিক সংকটে পড়ে ২০২৩ সালের জুন মাসে পার্লামেন্টে নতুন শ্রম ও অভিবাসন বিল পাশ করে । বিশেষ করে সেনজেন ও ইউরো জোনের বাইরে থেকে দক্ষ শ্রমিকদের জার্মানিতে আসতে উৎসাহিত করতে এই আইনটি পাশ করা হয় । শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে একটি নিদিষ্ট পয়েন্ট অর্জন করে যে কোন দেশ থেকে কাজের ভিসার আবেদন করতে পারবে আগ্রহী আবেদনকারীরা । অনেকেই কর্মদক্ষতার ভিত্তিতেও যেতে পারবেন জার্মানিতে । বিশেষ করে নার্স, রেস্টুরেন্ট শেফ ও ওয়েটার, ইঞ্জিনিয়ার, অটোমোবাইল টেকনিশিয়ান, সফটওয়ার ও আইটি এক্সপার্ট হিসেবে  যাদের অভিজ্ঞতা রয়েছে তারা থাকবেন প্রতিষ্ঠান গুলোর চাহিদার প্রথম সারিতে । তাই আপনারা যদি নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারেন ও ভাষাগত দক্ষতা অর্জন করে আবেদন করতে পারেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন একজন নিয়োগকর্তাকে । 
মনে রাখবেন প্রায় ২ মিলিয়ন দক্ষ কর্মীর চাহিদা রয়েছে জার্মানিতে । আমরা শুরু করেছি ভাষা শিক্ষা কোর্স । বাংলাদেশের তরুণরা জার্মানিতে যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কর্মদক্ষতা প্রমাণের সুযোগ না থাকায় বাংলাদেশিরা জার্মানির এই সুযোগটি কাজে লাগাতে পারছে না । নতুন প্রজন্মের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা কারিগরি সেক্টরে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলুন । প্রচলিত শিক্ষায় গা ভাসালে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়া খুব কঠিন হয়ে পড়বে । বাংলাদেশেই চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে গতানুগতিক শিক্ষায় শিক্ষিতদের । বছরের পর বছর বেকার বসে থাকতে হচ্ছে একটি চাকরির আশায় । ইউরোপের বিভিন্ন দেশ দক্ষ কর্মী নিয়োগে ওয়ার্ক পারমিট ইসু করছে । আপনারা সেই সুযোগ গুলোও কাজে লাগাতে পারেন । সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন । Click here

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post