নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান তৈরিতে আমাদের করণীয়: Our responsibilities for safe migration and overseas employments

🚊 বাংলাদেশ একটি জনবহুল দেশ । বৃহৎ জনগোষ্ঠির জন্য পর্যাপ্ত  কর্মসংস্থান সৃষ্টি একটি অন্যতম চ্যালেঞ্জ । দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় আমাদের দেশের তরুণ ও যুবকদের একটা বড় অংশ কাজের সন্ধানে বিদেশে চলে যায় । তবে, অনিরাপদ অভিবাসন ও দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ আর্থিক ক্ষতির সন্মুখীন হয় । তাই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দেশে টেকসই কর্মসংস্থান তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👉নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের অনেক তরুণ প্রতি বছর প্রতারণার শিকার হয় । দালালদের প্ররোচণা ও সহযোগিতায় অবৈধভাবে বিভিন্ন দেশের সীমানা অতিক্রম ও সাগর পথে উন্নত দেশে পৌঁছাতে গিয়ে মারা যায় । আপনারা যদি বিগত কয়েক বছরের খবর গুলো পড়েন তাহলে মানবপাঁচারের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবেন । বিশেষ করে যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশের কয়েকটি জেলা যেমন-শরীয়তপুর, মাদারিপুর, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ঘুরে আসুন । আপনাদের কিছুটা হলেও ধারণা হবে অনিরাপদ অভিবাসন প্রত্যাশীদের কি করুণ পরিনতি হয়েছে । ২০২৫ সালের ২৫ জানুয়ারি ২৩ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে লিবিয়ার উপকূলে । সেই সাথে মাদারিপুরের দুই ভাইকে গুলি করে হত্যার খবর পাওয়া গিয়েছে । প্রবাসী হওয়ার পূর্বে আপনাদের সবার জানা উচিত নিরাপদ অভিবাসন কি এবং কিভাবে নিরাপদ অভিবাসনের সুযোগ কাজে লাগাতে হয় ।
👍 প্রবাসী শ্রমিক হতে সবার আগে আপনার উচিত বিভিন্ন দেশের শ্রমবাজার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করা । যদি নিজে তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে যারা বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত আছে তাদের সাথে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ বিষয় গুলো যেমন- কাজের ধরণ, সুযোগ-সুবিধা, কর্মঘন্টা, আবাসন ব্যবস্থা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মদক্ষতা, ভিসা প্রসেসিং ইত্যাদি সম্পর্কে জেনে নিন । 
👍 যে সকল কাজে বিভিন্ন দেশ প্রবাসী শ্রমিক নিয়োগ করে থাকে সেই কাজ গুলো থেকে যে কোন একটি কাজে প্রশিক্ষণ গ্রহণ করুন । প্রয়োজনে প্রশিক্ষণ নিয়ে দেশে যে কোন প্রতিষ্ঠানে কাজ করুন ও নিজেকে কর্মদক্ষ করে গড়ে তুলুন ।
👍 দেশের যে সকল প্রতিষ্ঠান গুলো মানব সম্পদ ব্যবস্থাপনা ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ করে তাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ
গ্রহণ করে ভিসার জন্য আবেদন করতে পারেন । সরকারি ও বেসরকারি অর্থায়ণে পরিচালিত অনেক প্রতিষ্ঠান বর্তমানে তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে । আপনারা চাইলে নিজে নিজেও চাকরি অনুসন্ধান করে আপনার শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন । 
👍 বিদেশে যাওয়ার পূর্বে গন্তব্য দেশের ভাষা, সংস্কৃতি, খাবার, আইন-কানুন জানার চেষ্টা করুন । প্রতিটি বিষয় আপনাকে সেই দেশে সহজে মানিয়ে নিতে সহযোগিতা করবে ।
👍 সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও ব্যবসা-বাণিজ্যের পথ সহজ করা । বাংলাদেশ থেকে অনেক তরুণ বিদেশে পড়ালেখা, প্রশিক্ষণ ও গবেষণা করতে যায় । তারা যেহেতু দীর্ঘদিন বিদেশে অবস্থান করে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা শেষ করে সেহেতু তারা খুব সহজেই সেই দেশের শ্রমবাজারে প্রবেশ করতে পারে । বাংলাদেশের মেধাবীদের একটা বড় অংশ অনেক সময় মেধা পাচারের শিকার হয় । তারপরও নিরাপদ অভিবাসন দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ ।
👍 দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে একটি দেশ বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক সংগ্রহ করে শ্রম সংকট নিরসন করতে পারে । বিশেষ করে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিজি, জাপান ও কাতার বাংলাদেশ সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করে । এছাড়াও বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও দক্ষ  শ্রমিকেরা ভিসা নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে যেতে পারেন । ভ্রমন ভিসায় বিদেশে গিয়ে আপনারা কখনো কাজ করার চেষ্টা করবেন না ।

অনিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে । বিশেষ করে মানবপাচার রোধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে । যে সকল জেলার মানুষ ইউরোপ ও আমেরিকা মহাদেশে প্রবেশে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে থাকে সেই জেলার মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে । কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে । সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা তৈরির চেষ্টা অব্যাহত রাখতে হবে । তরুনদেরকে পশু পালন, খামার, মাছ চাষ ও কৃষি কাজে উদ্বুদ্ধ করতে হবে । সর্বোপরি কর্মদক্ষতা থাকলে দেশে ও দেশের বাইরে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post