"যখন কোন ব্যক্তি কাজ করার উদ্দেশ্যে নিজ দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে কাজের উদেশ্যে গমন করে তাকে প্রবাসী বা অভিবাসী শ্রমিক বলে ।"
👍একজন আদর্শ প্রবাসী বা অভিবাসী শ্রমিক হতে করনীয়:
১. প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করুন ।
২. নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করুন ।
৩. শতশত কাজ ও পেশার মাঝ থেকে একটি কাজ বা পেশা বেছে নিন । প্রয়োজনে একজন বিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করুন ।
৪. আপনাদের পছন্দ অনুযায়ী একটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করুন ।
৫. বয়স ১৮-২৫ বছর হলে আপনার জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশিক্ষণ সার্টিফিকেটের তথ্যের সাথে মিল রেখে পাসপোর্টের জন্য আবেদন করুন । পাসপোর্ট আবেদন করার সময় অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিতে ভুলবেন না ।
৬. শিক্ষা ও প্রশিক্ষণ শেষ করে বছরের পর বছর বেকার বসে থাকবেন না । শিক্ষা ও প্রশিক্ষণের সাথে মিল রেখে যে কোন একটি কাজে যোগদান করুন । পাশাপাশি দেশে ও বিদেশে ভালো বেতনে চাকরির চেষ্টা করুন । বিদেশী জব সাইট গুলো ঘুরে দেখুন । প্রয়োজনে একজন ভালো কনসালটেন্টের পরামর্শ গ্রহণ করুন ।
৭. আপনার নিজের অর্জিত জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মের উপর ভিত্তি করে দেশে ও বিদেশে গ্রহণযোগ্য এমন একটি সিভি বা রেজুমি তৈরি করুন । প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি কভার লেটার লিখে ফেলুন । আপনি যদি কর্মরত বা প্রশিক্ষণরত থাকেন তাহলে কিছু ছবি তুলে রাখুন ও ছোট ছোট ভিড়িও করে রাখুন । প্রয়োজনে একজন বিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিন । দেশে ও দেশের বাইরে নিয়োগ কর্তাদের নিকট প্রেরণ করুন ।
৮. আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে দেশের যে কোন একটি ভালো ব্যাংকে একটি একাউন্ট খুলে ফেলুন । অবশ্যই মনে রাখবেন আপনি যেন বিদেশ থেকেও আপনার ব্যাংকের লেনদেন ও হিসাব পর্যবেক্ষণ করতে পারেন । সব অর্থ পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য খরচ না করে নিজের জন্য কিছুটা সঞ্চয় করুন ।
৯. মাতৃভাষার পাশাপাশি একটি বিদেশী ভাষা শিখুন । অর্থাৎ আপনি যে দেশে কাজ করতে যেতে চান সেই দেশের ভাষা কিছুটা হলেও শিখে যাওয়ার চেষ্টা করুন । সারা দেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি ও বেসরকারি ভাবে পেশাদার ভাষা শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে । আপনারা চাইলে আমাদের সাথে পরামর্শ করে কর্মপরিকল্পনা ঠিক করতে পারেন ।
১০. প্রবাসে যেহেতু আপনার জন্য খাবার রান্না করা ও কাপড় পরিস্কার করে দেয়ার মতো কেউ থাকবে না সেহেতু দেশে থাকা অবস্থায় শিখে যাওয়ার চেষ্টা করবেন ।
১১. প্রবাসী শ্রমিক হিসেবে যে কোন দেশে যাওয়ার পূর্বে সেই দেশের আইন, বিধি-নিষেধ, খাদ্যাভ্যাস, বাসস্থান, আবহাওয়া ও পরিবেশ সম্পর্কে জেনে নিন । ইন্টারনেট বা ইউটিউব থেকেও অনেক কিছু নিতে পারেন । পরামর্শ ও সেবা দিতে আমরা আছি আপনাদের পাশে ।
Thank you for your suggestions.
ReplyDeletePost a Comment