👍পৃথিবীতে যেমন প্রভাবশালী দেশ (আমেরিকা, জার্মানি, চীন ও রাশিয়া) আছে ঠিক তেমনি প্রভাবশালী ভাষাও (ইংরেজি, জার্মান, চায়নিস ও ফ্রেঞ্চ) রয়েছে । বর্তমান যুগে উচ্চ শিক্ষা, ভ্রমন, চাকরি ও ব্যবসায়িক প্রয়োজনে মানুষ এক দেশ থেকে অন্য দেশে গমন করে । বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের সাথে কাজ, যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করতে গিয়ে যে সমস্যাটির সন্মুখীন সবচেয়ে বেশি হতে হয় তা হলো ভাষাগত বৈরিতা । যেহেতু একজন মানুষের পক্ষে সকল ভাষায় দক্ষ হয়ে উঠাও সম্ভব হয় না সেহেতু নিজেদের প্রয়োজনে মানুষ কয়েকটি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে ।
শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশ মাতৃভাষার পাশাপাশি একটি বিদেশী ভাষা যেমন ইংরেজি, জার্মান, চাইনিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জাপানিজ ইত্যাদি স্কুলের সিলেবাসের অন্তভূক্ত করে থাকে । বাংলাদেশের কথাই যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যায় একজন শিশুকে বাংলাভাষা ছাড়াও ইংরেজি ও আরবি ভাষা চর্চা করতে হয় । বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম ধর্মের অনুসারী । তাই আরবি ভাষার সাথে তাদের শিশু বয়সেই একটি সংযোগ তৈরি হয় । আর যারা উচ্চ শিক্ষা ও চাকরির জন্য বিদেশে চেষ্টা করে তারা মূলত ইংরেজি ও জার্মান ভাষাটা শিখে যাওয়ার চেষ্টা করেন ।
উচ্চতর ডিগ্রী অর্জন ও প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম । নিচে এই দুই প্রেক্ষাপটে ইংরেজি ভাষার গুরুত্ব আলোচনা করা হলো:
১. উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব
👉বই ও গবেষণা: অধিকাংশ গবেষণাপত্র, একাডেমিক জার্নাল এবং উচ্চশিক্ষার বই ইংরেজিতে লেখা থাকে। ইংরেজি জানা না থাকলে গবেষণা ও অধ্যয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়তে হয় ।
👉ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি: বিদেশে পড়তে গেলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে হয়। ইংরেজি হচ্ছে সেই মাধ্যম যা সবার সাথে সহজে যোগাযোগ করতে সহায়ক ।
👉ক্লাস লেকচার ও আলোচনা: অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, লেকচার এবং সেমিনারগুলো ইংরেজিতে হয়। ফলে ইংরেজিতে দক্ষ না হলে বিষয় বুঝতে সমস্যা হতে পারে ।
👉স্কলারশিপ ও ভর্তির প্রয়োজনীয়তা: প্রায় সব আন্তর্জাতিক স্কলারশিপ ও ভর্তির প্রক্রিয়ায় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে IELTS, TOEFL বা অন্যান্য ভাষা পরীক্ষার প্রয়োজন হয় ।
২. প্রবাসী শ্রমিকদের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব
👉যোগাযোগে সুবিধা: প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করলে স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে ইংরেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বিশেষ করে বিদেশী সহকর্মী, বাসস্থান মালিক বা গ্রাহকদের সাথে কথা বলতে ইংরেজি অপরিহার্য ।
👉বেশি বেতনের কাজ পাওয়া: অনেক দেশে, ইংরেজিতে দক্ষ প্রবাসী শ্রমিকদের জন্য বেশি বেতনে কাজের সুযোগ থাকে । যারা ইংরেজি জানেন, তারা অফিসের প্রশাসনিক কাজ বা গ্রাহক সেবার মতো উন্নত পদে কাজ করতে পারেন ।
👉কাজের নির্দেশনা বুঝতে: কাজের নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী সাধারণত ইংরেজিতে থাকে । ইংরেজি বুঝতে না পারলে কাজের সঠিক নিয়ম না জানার কারণে অনেক ক্ষেত্রে বিপদ হতে পারে ।
👉স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি: বিদেশে ইংরেজি জানার ফলে বিভিন্ন জটিল পরিস্থিতিতে সহজেই নিজেকে মানিয়ে নেওয়া যায়, যা একজন প্রবাসী শ্রমিককে আরো স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তোলে ।
পরিশেষে বলা যায় উচ্চশিক্ষা অর্জন এবং প্রবাসী শ্রমিক হিসেবে সফল হতে ইংরেজি ভাষা জানা অত্যন্ত আবশ্যক । এটি শুধুমাত্র একাডেমিক বা পেশাগত সাফল্যের জন্য নয়, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নেও সমানভাবে সহায়ক ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Post a Comment