মধ্যপ্রাচ্যের দেশ গুলোর জন্য মেডিকেল টেস্টের প্রস্তুতি: Medical Test Preparation for the Middle East Countries

🙏বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েকলাখ শ্রমিক সৌদি আরবে কাজের সন্ধানে যান । বিশেষ করে নির্মাণ, পশু পালন, কৃষি, খেজুর বাগান, ক্লিনিং, গাড়ি চালক ও গৃহ কর্মে সবচেয়ে বেশি শ্রমিক গমন করে থাকে । বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের একটা বড় অংশই সৌদি যেতে আগ্রহী । সৌদি আরবে যেতেও একজন আগ্রহী কর্মীকে নানা বিড়ম্বনার শিকার হতে হয় । পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ ও মেডিকেল টেস্ট করতেই বেশ কিছু টাকা খরচ হয়ে যায় । সৌদি আরব যেতে বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল টেস্ট অত্যাবশ্যক । মেডিকেল টেস্টে কোন শারীরিক সমস্যা ধরা পড়লে একজন আবেদনকারী কোন ভাবেই সৌদি আরবে কাজ করতে যেতে পারবেন না । সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে । মেডিকেল টেস্টে মূলত দুইটি বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হয় । আবেদনকারী কোন সংক্রামক রোগে আক্রান্ত কিনা ও তার কোন বড় ধরনের শারীরিক অসুস্থতা আছে কিনা ।

👉পাসপোর্ট আবেদন  Click here
👉পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ Click here

এই দুইটি বিষয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি । আপনারা আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন ।

জিসিসি ভূক্ত দেশগুলোর জন্য মেডিকেল করার ধাপ:

👍আপনার পাসপোর্ট, ফোন নাম্বার ও ই-মেইল নাম্বার প্রদান করে একজন দক্ষ পরামর্শদাতার মাধ্যমে ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে ।
👍 নিবন্ধনের জন্য ডলারে ফি পরিশোধ করতে হবে ।
👍 আপনার নিবন্ধন ফি পরিশোধ হলে একটি সফল নিবন্ধন ফর্ম পাবেন ।
👍 আপনার নিবন্ধন ফর্মে অনুমদিত মেডিকেল সেন্টারের নাম দেয়া থাকবে ।
👍 নিদিষ্ট সময়ে নিবন্ধন ফর্মে উল্লেখিত মেডিকেল সেন্টারে উপস্থিত হতে হবে ।
👍 মেডিকেল সেন্টারে আপনার ফর্মটি জমা দিতে হবে ।
👍 সরকার নির্ধারিত ফি (৮,৫০০ টাকা) জমা দিয়ে মেডিকেল টেস্ট সম্পন্ন করতে হবে ।
👍 মেডিকেল সেন্টার থেকে একটি স্লীপ দেয়া হবে । আপনাকে তা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে ।
👍মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেতে ৩-৫ কর্মদিবস অপেক্ষা করতে হয় । একবার মেডিকেল করলে তার মেয়াদ ৩ মাস পর্যন্ত কার্যকর থাকে ।
👍মেডিকেল রিপোর্টের ফলাফল ভালো হলে ভিসা আবেদনে কোন বাধা থাকবে না । আবেদনকারী চাইলেই ভিসার জন্য আবেদন করতে পারবে ।
👍 মেডিকেল রিপোর্টের ফলাফল নেতিবাচক হলে অর্থাৎ কোন সংক্রামক রোগ বা জটিল রোগ ধরা পড়লে আবেদনকারী জিসিসি ভূক্ত কোন দেশেই কাজের জন্য যেতে পারবেন না ।

মেডিকেল টেস্টের অন্তভূক্ত বিষয়সমূহ:

👉রক্ত পরীক্ষা করা হয় । কারণ আবেদনকারীর এইডস, হেপাটাইটিস বি অথবা সি আছে কিনা তা যাচাই করা হয় । এছাড়াও সিফিলিস বা অন্যান্য সংক্রামক রোগ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় ।
👉এক্স বুকের এক্সরে করা হয় আবেদনকারীর ফুসফুসে কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য ।
👉 মূত্র পরীক্ষা করা হয় মূলত আবেদনকারী মাদকাসক্ত কিনা বা কিডনি রোগে আক্রান্ত কিনা তা যাচাই করার জন্য ।
👉 উচ্চতা ও ওজন পরিমাপ করা হয় । চোখের দৃষ্টিশক্তি ও কানের শ্রবণ শক্তি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় । শরীরে কোন চর্ম রোগ রয়েছে কিনা তা যাচাই করা হয় ।

অর্থাৎ আমাদের শরীরে কোন রোগের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় । যদিও একজন সুস্থ্য মানুষের বছরে অন্তত একবার সারা শরীর পরীক্ষা করে দেখা দরকার  । কিন্তু আমরা তা করি না । তাই আমাদের রোগও অনেক দেরিতে সনাক্ত হয় । মেডিকেল টেস্ট নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই । একজন ডাক্তার দেখানো ও কোন মেডিকেল সেন্টারে গিয়ে ডাক্তার দেখানো একই কথা । আপনাদের যদি কোন বিশেষ প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন ও লিখেও জানাতে পারেন । তবে যে কোন কাজ করার পূর্বে পরামর্শ করে নেয়া উচিত । ভালো থাকবেন সবাই ।

হটলাইন:

⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post