লাকি কূপন: Lucky Coupon

🚁আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি । শৈশব-কৈশর-যৌবন পেরিয়ে আমরা যখন বয়বৃদ্ধ হয়ে যাই তখনও আমাদের স্বপ্ন গুলো নীল আকাশে ডানা ঝাপটায় । পাখির মতো আকাশে উড়ার ইচ্ছা আমাদের কম বেশি সবার থাকে । ছোট বেলায় আমাদের মাথার উপর দিয়ে যখন কোন হেলিকপ্টার বা বিমান উড়ে যেত তখন আমাদের মনের কোণে একবার হলেও আকাশে উড়ার ইচ্ছাটা উঁকি দিত । পারিপার্শিক ও আর্থিক অসঙ্গতির কারণে আমাদের স্বপ্নটি হয়তো বৃদ্ধ বয়সেও পূরণ হয় নি । কিন্তু স্বপ্ন দেখা কি আমাদের বন্ধ হয়ে যায়? না, অবশ্যই না । আপনারা আকাশে উড়ার স্বপ্ন দেখুন । আপনাদের স্বপ্ন পূরণে রিমিনি টুরস এন্ড ট্রাভেলস কিছু করতে চায় । "শিক্ষা ও ভ্রমন" প্রকল্পের আওতায় আমরা নিয়ে এসেছি একটি নতুন কর্মসূচি । আমাদের কর্মসূচির নাম "Dream of Flying in the Sky" যে কোন বয়সের মানুষ আমাদের কূপন গুলো সংগ্রহ করতে পারবেন । যে কোন সময় কূপণ জিতে আকাশে উড়তে পারবেন । নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো ।

✍️নিচের তথ্য গুলো আমাদেরকে প্রদান করতে হবে:

👍 আপনার নাম ইংরেজিতে লিখে পাঠাতে হবে ।
👍আপনার জন্ম তারিখ ও সাল লিখে পাঠাতে হবে । নমুনা: (05.10.1986)
👍আপনার ঠিকানা লিখে পাঠাতে হবে ।
👍একটি ফোন নাম্বার প্রদান করতে হবে ।
👍বিকাশ বা নগদ একাউন্ট থেকে ১০০ টাকা পাঠিয়ে স্কীনশর্ট প্রদান করতে হবে । টাকা পাঠানোর পূর্বে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে ।
👍পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে একটি কূপণ প্রদান করা হবে ।
👍রেফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে । 
👍স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা টুর গাইড হিসেবে ভবিষ্যতে আমাদের সাথে কাজ করতে পারবেন ও ঘুরে বেড়াতে পারবেন । 


হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

বিশেষ দ্রষ্টব্য: আমাদের কাছ থেকে ডমেস্টিক ও আন্তজাতিক এয়ার টিকিট ক্রয় করেও আপনারা কূপন ক্রয় করতে পারবেন । যে কোন ডমেস্টিক বিমানবন্দর থেকে বিমানে উঠার ও বিমান ভ্রমন করার সুযোগ পাবেন । সকল আয়োজন সম্পন্ন হবে জার্মানির একটি প্রতিষ্ঠানের (www.korazon.eu) শিক্ষা ও ভ্রমন প্রকল্পের সহযোগিতায় ।

Post a Comment

Previous Post Next Post