ভ্রমন প্যাকেজের খুঁটিনাটি: Details of Tour Package


💛একটি ভ্রমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যখন বিভিন্ন ছুটি ও উৎসব উপলক্ষে মানুষের ভ্রমন ও  অবকাশ যাপন নিশ্চিত ও নির্বিঘ্ন করার জন্য দেশে ও দেশের বাইরে যানবাহন, বাসস্থান, খাবার, বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখানোর সকল আয়োজন সম্পন্ন করে দেয় ও লিখিত আকারে ব্যাখ্যা করে সবার কাছে তুলে ধরে তাকে টুর প্যাকেজ বলে । অর্থাৎ আপনারা যখন কোন প্রতিষ্ঠানের কাছ থেকে একটি টুর প্যাকেজ সংগ্রহ করবেন সেই সাথে কি কি সেবা পাবেন তার  বিস্তারিত প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছ থেকে জেনে নিবেন ।


💚একটি ভ্রমন প্যাকেজের সফলতা নির্ভর করে সহযোগি উপাদান গুলোকে সঠিক উপায়ে সাঁজানোর উপর:

১. বিচক্ষনতার সাথে সময় ও স্থান নির্ধারণ করা । ভ্রমনটি দেশের বাইরে হলে পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করা ।

২. পরিবহণ ব্যবস্থার সকল উপাদান গুলোকে সঠিক পদ্ধতিতে বিন্যস্ত করা ।

৩. আবাসন ব্যবস্থার প্রকৃত অবস্থা ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা । 

৪. ভ্রমনকারীদের খাদ্যাভ্যাস ও পারিপার্শ্বিক অবস্থা বুঝে খাবার মেনু তৈরি করা ।

৫. দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা । কোন ধরণের বিধিনিষেধ থাকলে তা গাইডের মাধ্যমে সবাইকে অবহিত করা ।

৬. অতি প্রয়োজনীয় (পানির বোতল, ঔষধ, মোবাইল, ছোট সাবান, গামছা, ব্রাশ, টিসু ইত্যাদি) জিনিসপত্র নিজের সাথে রাখার পরামর্শ দেয়া ।

৭. আবহাওয়া, পরিবেশ ও ভ্রমন উপযোগি পোষাক ও জুতা পরিধান করার পরামর্শ দেয়া ।

৮. যে কোন অপ্রীতিকর বা অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া ।

আমরা ধারাবাহিক ভাবে দেশে ও দেশের বাইরের বিভিন্ন টুর প্যাকেজ গুলো আপনাদের জন্য তুলে ধরবো । আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে টুর প্যাকেজ গুলো কাস্টমাইজ করে আরো সুন্দর করার চেষ্টা করবো । Chick here

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

2 Comments

  1. Thank you for your suggestions.

    ReplyDelete
  2. আপনাদের সেপ্টেম্বর মাসে কি কোন টুর প্যাকেজ আছে ? অনুগ্রহকরে জানাবেন ।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post