আন্তঃজাতিক ও ডমেস্টিক টিকিট নিয়ে বিস্তারিত আলোচনা: Detailed discussion on international and domestic tickets

আন্তঃজাতিক ও ডমেস্টিক এয়ার টিকিটের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে । আমরা কখনো একই টিকিট দিয়ে দুই ধরণের সেবা নিতে পারবো না । এয়ার টিকিটের ধরণ অনুযায়ী বিমানবন্দরে একজন যাত্রীকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ও কিছু আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে । একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করি । আরাফাত রহমান ঢাকা থেকে কলকাতা যাবেন । কলকাতা দুইদিন থাকবেন ও প্রয়োজনীয় কাজ শেষ করে কলকাতা থেকে বিমানে চেন্নাই যাবেন । অর্থাৎ তাকে দুইটি বিমান টিকিট ক্রয় করতে হবে এবং ভ্রমনের সময় তাকে আলাদা কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । আমরা সবার আগে জেনে আসি আন্তঃজাতিক ও ডমেস্টিক টিকেট কি ও কিভাবে ব্যবহার করতে হয় ।

আন্তঃজাতিক টিকিট: যে এয়ার টিকিট ব্যবহার করে একজন যাত্রী কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করে ও ইমিগ্রেশন সম্পন্ন করে এক দেশ থেকে অন্য একটি দেশে গমন করে তাকে আন্তঃজাতিক টিকিট বলে । যেমন-

👉ঢাকা টু কলকাতা
👉ঢাকা টু লন্ডন
👉ঢাকা টু কলম্বো টু জেদ্দা
👉দোহা টু ঢাকা
👉কুয়ালালামপুর টু ঢাকা
👉লন্ডন টু দুবাই টু সিলেট

👍আন্তঃজাতিক টিকিট ক্রয় ও ব্যবহারের ক্ষেত্রে নিচের নির্দেশনা গুলো মেনে চলতে হয় ।

👉একটি ছয় মাসের মেয়াদ সহ পাসপোর্ট থাকতে হবে । অন্যথায় ভ্রমন অনুমতি পত্র থাকতে হবে ।
👉যে কোন ধরণের বৈধ ভিসা থাকতে হবে ।
👉এয়ার লাইন্সের কাউন্টার থেকে চেক-ইন ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে ।
👉ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে ।
👉কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
👉ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে ।


ডমেস্টিক টিকিট: যে এয়ার টিকিট ব্যবহার করে একজন যাত্রী কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করে কোন একটি দেশের অভ্যন্তরে এক গন্তব্য থেকে অন্য একটি গন্তব্যে গমন করে তাকে ডমেস্টিক টিকিট বলে । যেমন-

👉ঢাকা টু কক্সবাজার
👉কলকাতা টু চেন্নাই
👉রিয়াদ টু জেদ্দা
👉ব্যাংকক টু পাতায়া
👉লন্ডন টু গ্যাটউইক
👉রোম টু ভ্যানিস

👍ডমেস্টিক টিকিট ক্রয় ও ব্যবহারের ক্ষেত্রে নিচের নির্দেশনা গুলো মেনে চলতে হয় ।

👉যে কোন একটি আইডেনটিটি ডকুমেন্ট যেমন- জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট, রেসিডেন্সি কার্ড ইত্যাদি থাকলেই হবে ।
👉এয়ার লাইন্সের কাউন্টার থেকে চেক-ইন ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে ।
👉নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্ক্যানিং কাউন্টার থাকে ।
👉ভাড়া তুলনামূলক কম হয়ে থাকে ।
👉ডমেস্টিক এয়ারলাইন্স গুলো বেশি যাত্রী পরিবহন করে ।

আশা করি উপরের আলোচনার মাধ্যমে বিদেশ গমনে ও দেশের অভ্যন্তরে বিমান ভ্রমনের নিয়ম ও টিকিট ক্রয়ের বিষয়টি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

1 Comments

Post a Comment

Previous Post Next Post