💆আপনি কি উচ্চ শিক্ষা, ভ্রমন ও প্রবাসী শ্রমিক হিসেবে বিদেশে যেতে চান ? অথচ এখনো পাসপোর্টের আবেদন করেন নি ? আর দেরি না করে আপনি চলে আসুন আমাদের অফিসে । না না আপনাকে কষ্ট করে আমাদের অফিসে আসতে হবে না । ইন্টারনেটের যুগে আমাদের সেবাই চলে যাবে আপনার কাছে । দেশে কিংবা বিদেশে থাকলেও আপনি আমাদের মাধ্যমে পাসপোর্টের আবেদন করতে পারবেন । বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন ও মেসেজ করতে পারেন । পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট সহ বিভিন্ন সেবা ও পরামর্শ আপনি চাইলে আমাদের নিকট থেকে সহজেই নিতে পারবেন ।
👉যে কোন জেলা থেকে পাসপোর্ট আবেদন জমা দেয়ার জন্য আপনাকে নিচের কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে যেতে হবে:
১. পাসপোর্ট আবেদনের সারমর্ম কপি প্রিন্ট করে নিতে হবে ।
২. তিন পাতার আবেদন পত্র প্রিন্ট করে সঙ্গে নিতে হবে ।
৩. টাকা জমা দেয়ার দুই ধরনের চালান (EK PAY এবং A-CHALAN) কপি সাথে নিতে হবে ।
৪. চাকরিজীবী হলে প্রতিষ্ঠান থেকে এনওসি বা জিও নিতে হবে । ছাত্র-ছাত্রী হলে স্কুল বা কলেজ থেকে প্রত্যায়নপত্র বা আইডি কার্ড নিতে হবে । ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নিতে হবে । অন্যান্য পেশার ক্ষেত্রে পেশার ধরণ অনুযায়ী একটি প্রত্যায়নপত্র জমা দিতে হবে ।
৫. বিবাহিত হলে, সন্তান দত্তক নিলে ও পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকলে আবেদনের ধরণ অনুযায়ী অন্যান্য কাগজপত্র যেমন (নিকাহনামা, তালাকের প্রমানপত্র, জিডি কপি, এফিডেভিট, দত্তক অনুমোদন পত্র, অবিভাবক সনদ) জমা দিতে হবে ।
৬. পাসপোর্ট নবায়ন আবেদন করতে গেলে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টটি সাথে নিয়ে যেতে হবে ।
৭. আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ফটোকপি ও অরিজিনাল কপি নিতে ভুলবেন না । অন-লাইন জন্মনিবন্ধনের একটি কপি আবেদনের সাথে জমা দিন ।
৮. বর্তমান ঠিকানা অনুযায়ী বিদ্যুৎ বিলের কাগজ বা স্মার্ট কার্ডের ফটোকপি জমা দিন ।
৯. সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে নেয়া নাগরিক সনদপত্র সাথে রাখুন ।
১০. পাসপোর্ট নবায়ণ করার সময় আপনি যদি নাম, ঠিকানা ও কোন তথ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই সংশোধনী ফর্মটি পূরণ করে জমা দিতে হবে ।
👦আআপনার বাচ্চার বয়স যদি ০৩ মাস থেকে ০৬ বছরের মধ্যে হয় তাহলে পাসপোর্ট আবেদনের জন্য নিচের কাগজপত্র গুলো প্রস্তুত করুন:
১. পাসপোর্ট আবেদনের সামারি কপি প্রিন্ট করুন ।
২. তিন পৃষ্ঠার আবেদন ফর্ম প্রিন্ট করে সাথে রাখুন ।
৩. পেমেন্ট কপি (EKPAY এবং CHALLAN) কপি প্রিন্ট করে নিন ।
৪. বাচ্চার জন্মনিবন্ধন কপি (অরিজিনাল ও অনলাইন কপি) আবেদনের সাথে জমা দিন ।
৫. বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র কপি প্রিন্ট করে জমা দিন ।
৬. বাচ্চার জন্য স্টুডিও থেকে 3R/4R সাইজের ছবি তুলে নিন । ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই এশ কালার হবে । ছবি তোলার সময় মাথার উপর একটু জায়গা খালি রাখতে বলবেন ।
আশা করি আপনারা প্রতিটি বিষয় বুঝতে পেরেছেন । তারপরও যদি কোন প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমাদেরকে ফোন করুন ও মেসেজ করুন ।
হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)
Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de
Good information. Thanks
ReplyDeleteThank you
Deleteami akta passports korty chai
ReplyDeleteWe are ready to help you. Please call us for more detail.
DeletePost a Comment