দার্জিলিং ভ্রমন: Visit to Darjeeling

দার্জিলিং ভ্রমন
০২ রাত ০৩ দিনের ভ্রমন
জন প্রতি খরচ ০০০ টাকা

ঢাকা টু দার্জিলিং টু ঢাকা ভ্রমনের বিস্তারিত তথ্য:

০ তম দিন: মিরপুর গাবতলী মাজার রোড় বাস কাউন্টার থেকে আনুমানিক রাত ০৯:৪৫ মিনিটে আমাদের বাস লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে । সকল অতীথিকে রাত ০৮:৩০ মিনিটে বাস কাউন্টারে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি । বাসে আপনাদের ব্যাগেজ লোড করা হবে ও টোকেন দেয়া হবে । আপনাদের সবার উপস্থিতি নিশ্চিত হলে আমরা বাস ছেড়ে দিবো ।

১ম দিন: সারা রাত বাস ভ্রমন করে আমরা আনুমানিক সকাল ০৭:০০ মিনিটে বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাবো । বাস থেকে নেমে আমরা আমাদের লাগেজ গুলো সংগ্রহ করবো । তারপর ফ্রেশ হয়ে নিব । সবাই ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে নিজ দায়িত্বে সকালের নাস্তা করে নিবো । সকাল ০৯:০০ মিনিটে ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু হবে । আমরা নিজ দায়িত্বে গাইডের নিকট ট্রাভেল ট্যাক্স ও পোর্ট চার্জ প্রদান করবো । দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে আমরা ভারতের চ্যাংড়াবান্ধা অংশে পৌঁছাবো । আনুমানিক সকাল ১১:৩০-১২:৩০ মিনিটের মধ্যে আমরা ভাড়া করা গাড়িতে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । শিলিগুড়ি পৌঁছে আমরা আনুমানিক ০২:০০-০৩:০০ মিনিটে দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার খেয়ে আমরা স্থাণীয় পরিবহণে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সন্ধ্যায় আমরা দার্জেলিং পৌঁছাবো । পূর্ব নির্ধারিত হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিবো । রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে আমরা রাতের খাবার খেতে সবাই একত্রিত হবো । খাবার খেয়ে আমরা একটু হাঁটা হাঁটি করে নিতে পারি ও হোটেল লবিতে বসে একটু গল্প করতে পারি । রাত ১০ টার পর আমরা কেউ হোটেলের বাইরে অবস্থান করবো না । খুব জরুরী প্রয়োজনে গাইডের অনুমতি নিয়ে দ্রুত কাজ শেষ করে রুমে চলে আসবো এবং বিশ্রাম নিবো । পরের দিনের কর্মসূচি সম্পর্কে গাইড আপনাদেরকে আগেই জানিয়ে রাখবে ।

২য় দিন: খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিবো । আনুমানিক ভোর ০৪:১৫-০৪:৪৫ মিনিটে আমরা টাইগার হিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সকাল ০৬:৩০ মিনিট পর্যন্ত আমরা টাইগার হিলে অবস্থান করবো ও সূর্যদয়ের সৌন্দর্য উপভোগ করবো । টাইগার হিল থেকে আমরা ঘুম মনাস্ট্রি (১৫ মিনিট) ও বাতাসিয়া লুপ (৩০ মিনিট) ঘুরে দেখবো । দুইটি স্পট ঘুরে আমরা হোটেলে ফিরে আসব ও সকালের নাস্তা (০৯:০০-১০:০০ মিনিট) করে নিবো । সকালের নাস্তা করে আমরা বাকি স্পট গুলো (পীস প্যাগোডা ও জাপানিজ টেম্পল ৩০ মিনিট), রক গার্ডেন (৪৫ মিনিট), তেনজিং রক (১৫ মিনিট), টি গার্ডেন (৩০ মিনিট) ঘুরে দেখবো । দুপুরের খাবার খেতে কিছুটা বিলম্ব হতে পারে । সব গুলো স্পট ঘুরে আমরা হোটেলে ফিরে আসবো । দুপুরের খাবার খেয়ে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে মল রোড়ে ঘুরতে পারি, স্ট্রিট ফুড খেতে পারি ও শপিং করে সময় অতিবাহিত করতে পারি । রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে আমরা সবাই রাতের খাবারের জন্য সমবেত হবো । খাবার খেয়ে আমরা বাইরে ঘুরা ফেরা না করে সোঁজা হোটেল রুমে চলে আসবো ও ঘুমিয়ে পড়বো । সঠিক ঘুম না হলে ভ্রমনের আনন্দ থেকে বঞ্চিত হবেন ।

৩য় দিন: সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দ্রুত ফ্রেশ হয়ে নিবো ও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিবো । সকালের নাস্তা ০৭:০০-০৮:০০ মিনিটে সম্পন্ন করে অথবা প্যাকেট নাস্তা নিয়ে আমরা হোটেল থেকে চেক আউট করবো । আমরা সবাই রিজার্ভ গাড়িতে উঠে পড়বো । আমাদের গাড়ি মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে । চলতি পথে আমরা সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট এবং মিরিক লেকের অসাধারণ ভিউ উপভোগ করতে করতে দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছাবো । শিলিগুড়িতে আনুমানিক ০২:০০-০৩:০০ মিনিটে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো । তারপর আবার রিজার্ভ গাড়িতে  চ্যাংড়াবান্ধা বর্ডারের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করবো । বিকাল ০৪:০০-০৫:০০ মিনিটের মধ্যে আমরা সীমান্তে পৌঁছে যাবো ও দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করে আমরা বুড়িমারি পৌঁছাবো । বুড়িমারিতে আমাদের বাস অপেক্ষা করবে । আমরা নিজ দায়িত্বে আমাদের মালামাল বাস কনটাক্টরের নিকট প্রদান করে টোকেন সংগ্রহ করে নিবো । আমাদের বাস সন্ধ্যা ০৬:৩০-০৭:৩০ মিনিটে কাউন্টার থেকে ছেড়ে যাবে । আশা করি  নিদিষ্ট সময়ে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে । রাতে খাবারের জন্য বিরতি দেয়া হবে । নিজ খরচে সবাই খাবার খেয়ে নিবেন । সারা রাত বাস ভ্রমন করে আমরা সকালে মাজার রোড়/কল্যাণপুর বাস কাউন্টারে পৌঁছাবো । সবাই গাড়ি থেকে নেমে নিজেদের মালামাল সংগ্রহ করে নিবো । তারপর একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । বাসায় পৌছে আমরা সবাই গ্রুপে পোস্ট করে দিবো । আমাদের ভ্রমনটি এভাবেই শেষ হবে । সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ।

অন্তর্ভুক্তি:
֍ ঢাকা-বুড়িমারি-ঢাকা এসি বাসে ভ্রমন করতে পারবেন ।
֍ বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখার জন্য রিজার্ভ জিপের ব্যবস্থা থাকবে ।
֍ ভারতে জিপে ৮-৯ জন শেয়ার বেসিসে বসতে হবে ।
֍ ভারতে প্রবেশের পর থেকে খাবার (সকাল-দুপুর-রাত) শুরু হবে ।
֍ ০২ রাত স্ট্যান্ডার্ড হোটেলে থাকার সু-ব্যবস্থা থাকবে । 
֍ ৩-৪ জনের শেয়ার বেসিসে থাকার সু-ব্যবস্থা থাকবে ।
֍ শীতের সময় সার্বক্ষণিক গরম পানির ব্যবস্থা করা হবে ।

অন্তৰ্ভুক্ত নয়:
֍ ভারতীয় ভিসা প্রসেসিং ফি ।
֍ সরকার নির্ধারিত ভ্রমন কর ও পোর্ট চার্জ নিজেকে প্রদান করতে হবে ।
֍ ভ্রমনের সময় সকল প্রকার এন্ট্রি ফি নিজেকে প্রদান করতে হবে ।
֍ হাইওয়ে বিরতিতে খাবারের খরচ নিজে বহন করতে হবে ।
֍ ইমিগ্রেশন ও কাস্টম সম্পন্ন করার খরচ প্রদান করতে হবে ।
֍ যে কোন ব্যক্তিগত ও মেডিকেল খরচ নিজে থেকে বহন করতে হবে ।
֍ হোটেলে এক্সট্রা রুম হিটারের প্রয়োজন হলে চার্জ প্রযোজ্য হবে ।

সতর্কতামূলক নির্দেশনা:
֍ বুকিং অনুযায়ী সিট বন্টন করা হবে ।
֍ রিজার্ভ গাড়িতে মিলেমিশে সামনে পিছনে বসার মন-মানসিকতা থাকতে হবে । অন্যথায় গ্রুট টুর পরিহার করা উচিত ।
֍ সবাইকে একসাথে দর্শণীয় স্থান গুলোতে উপস্থিত হতে হবে ।
֍ কাপল রুম অথবা টুইন শেয়ার রুম এর জন্য জনপ্রতি ০০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে ।
֍ বাই রোড চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা থাকতে হবে ।
֍ শীতকালীন ভ্রমনে পর্যাপ্ত শীতবস্ত্র সাথে নিতে হবে ।
֍ কোন শ্বাস-কষ্ট জনিত রোগ বা হাঁপানি রোগ থাকলে ইনহেলার সাথে রাখতে হবে ।
֍ পর্যটন এলাকায় যেখানে সেখানে ধুমপান করা যাবে না ।
֍ গিজার ওপেন করতে না জানলে রুম এটেনডেন্টের সহযোগিতা নিতে হবে ।
֍ ভ্রমনরত অবস্থায় টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে নিজে খরচে বহন করতে হবে ।
֍ খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে । বাঁসি খাবার ফুটপাত থেকে খাবেন না ।
֍ কোন দেশের আইন লঙ্ঘন করে যদি আপনি জরিমানার শিকার হন তাহলে আমাদের কিছু করার থাকবে না ।
֍ ঢাকা-বুড়িমারি-ঢাকা বিজনেস ক্লাস এসি বাসে ভ্রমণ করতে চাইলে জন প্রতি ০০০ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে ।
֍ সম্পুর্ণ ভ্রমনে সকল মালামাল নিজ দায়িত্বে বহন করতে হবে ।
֍ সকল লাগেজ ও ব্যাগে কোম্পানি প্রদত্ত ট্যাগ ব্যবহার করতে হবে । অন্যথায় ব্যাগ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ।
֍ গাইড, গাড়ির ড্রাইভার এবং হোটেল স্টাফদের সম্মান করার মানসিকতা থাকতে হবে ।
֍ নির্ধারিত মিলের অতিরিক্ত খাবার গ্রহণ করলে তার জন্য চার্জ প্রযোজ্য হবে ।
֍ আইটেনিয়ারি তে উল্লেখ নেই এমন যে কোনো কিছুই নিজ খরচে কিনে নিতে হবে ।
֍ আমাদের টুর প্যাকেজটি স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে তাই লাক্সজারি সুযোগ সুবিধা আশা করে ঠকবেন না । প্রয়োজনের অতিরিক্ত সার্ভিস পেতে গাইডের সাথে কথা বলুন ।
֍ ট্যুর চলাকালীন আপনি কোনো প্ল্যান পরিবর্তন করতে চাইলে তা নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে এবং সে ক্ষেত্রে কোনো টাকা ফেরত যোগ্য নয় ।
֍ ঈদ, দূর্গা পূজা, দোল উৎসব, কালী পূজা সহ আরো কিছু উৎসবের সময় সকল ট্রান্সপোর্ট, হোটেল ভাড়া এবং খাবারের উর্ধমূল্যের কারণে আমাদের রেগুলার প্যাকেজ প্রাইস এর সাথে বর্ধিত মূল্য যোগ হয় যা সম্মানিত সকল ক্লায়েন্ট কে বহন করতে হবে ।

চাইল্ড পলিসি:
֍ বাচ্চার বয়স তিন (০৩) বছরের নিচে হলে ফ্রি ভ্রমন করতে পারবে ।
֍ ৩-৭ বছরের বাচ্চাদের মা-বাবার সাথে থাকতে হবে, যাতায়াত করতে হবে, বেড শেয়ার করতে হবে ও ৫০ শতাংশ চার্জ প্রযোজ্য হবে ।
֍ ০৮ বছরের বেশি হলে এডাল্ট হিসেবে বিবেচিত হবে ও সম্পূর্ণ চার্জ প্রদান করতে হবে ।

ভারতে প্রবেশের পর খাবারের বৃত্তান্ত:
֍ সকালের নাস্তা-লুচি, সবজি/রুটি, আলুর দম/ব্রেড, জ্যাম, চা  ইত্যাদি ।
֍ দুপুর ও রাতের খাবার ভাত, মুরগি কারি/ফিশ কারি/ডিম কারি, সবজি, ডাল ইত্যাদি ।


হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post