চাকরি ও কর্মজীবন: Jobs and Career

👍আপাতদৃষ্টিতে চাকরি ও কর্মজীবন শব্দ দুটির অর্থ এক মনে হলেও তাদের মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে । আপনারা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকারে অংশ গ্রহণ করেছেন তারা কম বেশি সবাই একটি সাধারণ প্রশ্নের সন্মুখীন হয়েছেন । প্রশ্নটি হলো 'Job এবং Career কি ?'

আজ আমি আপনাদেরকে শব্দ দুটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করবো ।

কাজ/চাকরি (Job): অভিধানিক অর্থে চাকরি হলো অর্থ বা মজুরির বিনিময়ে একটি নিদিষ্ট কাজ নিয়মতান্ত্রিক ভাবে সম্পন্ন করা । আসুন উদাহরণ সহকারে বিষয়টি বুঝার চেষ্টা করি ।

১. আপনি আপনার বাগান পরিষ্কার করার জন্য একজন শ্রমিক নিয়োগ করেছেন । সে নিয়মতান্ত্রিক ভাবে এসে বাগানে কাজ করবে ও তার কাজের বিনিময়ে আপনার কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করবে ।

২. আপনার সন্তানের প্রতিষ্ঠানিক শিক্ষার উন্নতির জন্য একজন গৃহশিক্ষক নিয়োগ করেছেন । তিনি বাসায় এসে নিদিষ্ট কয়েকদিন তাকে শিক্ষাদান করে যায় ও মাস শেষে  একটা পারিশ্রমিক গ্রহণ করে । 

৩. একজন গাড়ি চালক মাসিক চুক্তিতে একটি প্রতিষ্ঠানের পণ্য পরিবহণ ও সরবরাহ কাজ করে থাকেন এবং মাস শেষে মজুরি সংগ্রহ করেন । 

এখানে উল্লেখিত উদাহরণ গুলো মূলত চাকরি বা কাজ । এ ধরণের কাজ বা চাকরিকে কখনো ক্যারিয়ার বিবেচনা করা যাবে না ।


কর্মজীবন (Career): কর্মজীবন হলো একজন উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তির পেশা জীবন যা তার কর্মকান্ড, অর্জন, গবেষণা ও বিশেষ দক্ষতার মাধ্যমে সময় সময়ে আলোকিত হয় । উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করা হলো ।

১. একজন শিক্ষক কর্মজীবনে যোগদান করার পাশাপাশি নিজেকে কর্মজীবনের সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য পড়ালেখা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন চালু রাখেন । শিক্ষক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন ও উচ্চতর ডিগ্রি অর্জন করেন । শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেকে আলোকিত করেন ।

২. একজন ডাক্তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেন । চিকিৎসা পেশার উপর অন্যান্য ডিগ্রি অর্জন করে নিজেকে অধিক উচ্চতায় নিয়ে যান ও কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সেবা প্রদান করেন । 

৩. একজন ইঞ্জিনিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিপ্লোমা শেষ করে কারিগরি শিক্ষার উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন । নতুন নতুন কর্মদক্ষতা অর্জনের  মাধ্যমে নিজেকে আধুনিক ও যুগোপযোগি হিসেবে গড়ে তুলেন । জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে জেনে নিজেকে সমৃদ্ধ করেন । ইঞ্জিনিয়ারিং পেশায় কর্মজীবন সম্পন্ন করেন ।

আশা করি উপরের আলোচনা থেকে আপনাদের চাকরি ও কর্মজীবন সম্পর্কে কিছুটা ধারণা সৃষ্টি হয়েছে । আপনারা চাইলে আরো একটু পড়ালেখা করে বিষয় দুইটি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন । আপনাদের কোন মতামত থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন । আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শ গুলোকে পরবর্তীতে তুলে ধরতে । সবার চাকরি ও কর্মজীবনে মঙ্গল কামনা করি ।  Click here for Cleaner Job

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post