ভাষা ও কর্মস্থল: Language and Workplace

👪প্রতিটি স্বাধীন দেশের নিজস্ব মাতৃভাষা আছে । আর এই ভাষাকে কেন্দ্র করেই প্রতিদিনের কর্মকান্ড সম্পন্ন হয় । মানব জীবনে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, চাকরি, আলোচনা, পড়ালেখা, কাজ-কর্ম, সংস্কৃতিচর্চা, আচার অনুষ্ঠান কোন কিছুই একটি সহজবোধ্য ভাষা ব্যতীত কল্পনাই করা যায় না । একটি উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টি বুঝানোর চেষ্টা করি । মনির সাহেব একটি এনজিওর বড় কর্মকর্তা । সম্প্রতি তিনি স-পরিবারে জাপানে একটি অনুষ্ঠানে যোগদান করতে যান । জাপানে পৌছার পর আতীথেয়তার কোন অভাব ছিল না । 


কিন্তু সকল ক্ষেত্রে যে বিষয়টি মনির সাহেবের পরিবারের সদস্যদেরকে সবচেয়ে বেশি  বিডম্বনায় ফেলেছে তা হলো ভাষা । ভাষা না জানার কারণে তাদেরকে বেশিরভাগ সময় চুপ থাকতে হয়েছে । কোন কিছু খেতে বা ক্রয় করতে ইচ্ছা করলেও অনেক সময় ভাষাগত সমস্যার কারণে বুঝিয়ে বলতে পারেন নাই । তাদের সন্তানেরা জাপানীদের সাথে ভালোভাবে মিশতে পারে নাই । কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারে নাই । ৫ দিনের এই ভ্রমন অনেকটাই মলিন হয়েছে ভাষাগত সমস্যার কারণে । 


বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমনে গিয়ে তারা অনেক কিছুই বুঝতে পারেন নাই ভাষার কারণে । তবে কিছুটা সাহায্য করেছে ইংরেজি ভাষা । ইংরেজি যেহেতু একটি আন্তজাতিক ভাষা সেহেতু কম-বেশি সকল দেশেই এই ভাষা ব্যবহার করা যায় । তাই আপনারা শিক্ষা জীবন থেকেই মাতৃভাষার পাশাপাশি একটি বিদেশি ভাষা শেখার চেষ্টা করবেন । আমাদের দেশ থেকে যে সকল ভাই ও বোনেরা বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতে যেতে চান তারা কিছুটা হলেও ব্যবহারিক ইংরেজি ভাষা শিখে যাওয়ার চেষ্টা করবেন । যদি সম্ভব হয় গন্তব্য দেশের ভাষা কিছুটা হলেও জানার চেষ্টা করবেন । অন্যথায় আপনাকেও মনির সাহেবের মতো বিড়ম্বনায় পড়তে হবে । 

আসুন নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি বহু ভাষায় দক্ষ করে তুলি । কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করি । Read more

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post