ওয়েল্ডিং প্রশিক্ষণ: Welding Training

👨‍🏭দেশে এবং দেশের বাইরে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজ গুলোর একটি হলো ওয়েল্ডিং । আপনারা যারা উচ্চ শিক্ষা ও ডিপ্লোমা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু অভিজ্ঞতার অভাবে চাকরি পাচ্ছেন না  তারা জেনে অবাক হবেন একজন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ওয়েল্ডার দেশেই প্রতিমাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন । যারা আর্ক ওয়েল্ডিয়ের পাশাপাশি মিগ ও টিগ ওয়েল্ডিং শিখেছেন তারা দেশেই শিপইয়ার্ডে কাজ করে প্রতিমাসে ৪০-৫০ হাজার টাকা আয় করছেন । বাংলাদেশ থেকে যারা মিগ ও টিগ ওয়েল্ডিং শিখে দেশের বাইরে যাচ্ছেন তারা অভিজ্ঞতার ভিত্তিতে দেশভেদে ৮০,০০০-২,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করছেন । আমাদের কথা আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে । আপনি নিজ উদ্যোগে আপনার এলাকা বা জেলার যে সকল ভাই বিদেশে ওয়েল্ডার হিসেবে কাজ করেন তাদের সাথে কথা বলে একটু যাচাই করে দেখতে পারেন । বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান ওয়েল্ডিং প্রশিক্ষণ দিয়ে থাকে । আপনারা সেই সকল প্রতিষ্ঠান গুলো ঘুরে দেখেও অনেক কিছু জানতে পারেন । আপনারা যারা ওয়েল্ডিং শিখে দেশের বাইরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা আপনাদেরকে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ করে দেয়ার চেষ্টা করবো । পাশাপাশি বিদেশে আপনাদের কর্মক্ষেত্রের তথ্য দিয়ে প্রবাসী শ্রমিক হতে সকল প্রকার সহযোগিতা করবো । আপনার শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মদক্ষতাই পারবে আপনার কাজের সুযোগ সৃষ্টি করতে । তাই হতাশ না হয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন ও বিদেশে কর্মক্ষেত্র নিশ্চিত করুন ।

হটলাইন:
⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post