বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ও প্রতারিত প্রবাসী শ্রমিকদের জন্য পরামর্শ, প্রশিক্ষণ ও পূনঃবাসন প্রকল্প: Counseling, training and rehabilitation project for affected and defrauded migrant workers in Bangladesh

প্রবাসী শ্রমিকেরা একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি । বাংলাদেশের কথাই একবার ভাবুন । বাংলাদেশ যতবার অর্থনৈতিক বিপর্যয়ের সন্মুখীন হয়েছে প্রবাসীরা দেশের অর্থনৈতিক বিপর্যয় রুধে ততবারই সবচেয়ে বেশি অবদান রেখেছে । গত ১ দশকের কথাই স্মরণ করুন । ঘুষ, দুর্ণীতি, অর্থপাচার, ব্যাংক লুট, কভিড ১৯, রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা, মেগা প্রজেক্টের নামে লুটপাট, জালানি সংকট, বিদ্যুৎ উৎপাদন খাতে অনিয়ম সহ নানা অপকর্ম ও লুটপাট সত্ত্বেও সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে । এত প্রাপ্তির বিপরীতে রাষ্ট্র তাদের প্রতি দৃশ্যমান অবদান রাখতে ব্যর্থ হয়েছে । রাষ্ট্রের মনে রাখা উচিত একজন প্রবাসী যখন প্রতারণা বা আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয় তখন শুধু একজন মানুষ নয়, একটি পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয় । বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের সামর্থ ও সক্ষমতা অনুযায়ী প্রতারিত ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে পরিবারে ও সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করছে । আমাদের হিউমেন রিসোর্স টিম বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে কথা বলে তাদের মানসিক, আর্থিক ও পারিবারিক অবস্থার উন্নয়নে কাজ করছে ।
তথ্য সংগ্রহ: আমরা সব সময় সফলতার গল্প গুলো প্রচার করি । যেমন ২০২৫ সালের আগস্ট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা কত টাকা রেমিট্যান্স পাঠিয়েছে তা প্রচার করি । কিন্তু দালালের মাধ্যমে প্রতারিত হয়ে এবং অবৈধ অভিবাসনের কারনে আটক হয়ে বিভিন্ন দেশ থেকে কতজন প্রবাসী দেশে ফিরে এসে মানবেতর জীবন যাপন করছে তার হিসাব রাখি না । ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর পাশে রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসে না । সহযোগিতা চাইতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয় । বাংলাদেশে ব্রাক মাইগ্রশন, কারিতাস, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ও কয়েকটি এনজিও প্রবাসীদের পুনবাসন কার্যক্রম পরিচালনা করেছে । আমরা বিভিন্ন মাধ্যম থেকে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলি । তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেই বিষয়ে সকল প্রকার সহযোগিতা করে থাকি । আপনাদের গ্রামে যদি এমন কোন প্রবাসী ভাই বা বোন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে । আমরা তাকে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলব । তার মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে মানব সম্পদে পরিনত করবো । আমাদের হটলাইন নাম্বারে ফোন করে ও মেইল করে বিস্তারিত জানতে পারেন ।
পরামর্শ প্রদান: আমাদের পূর্ব পুরুষেরা যে কোন কাজ করার পূর্বে  বিজ্ঞ ও অভিজ্ঞদের পরামর্শ গ্রহন করতেন । বর্তমানে এমনটা খুব একটা দেখা যায় না । সবাই নিজেদেরকে বিজ্ঞ ও বিচক্ষণ মনে করেন । যখন বিপদে পড়েন তখন পরামর্শের জন্য ছুটাছুটি শুরু করেন । আপনারা যারা আজ ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের পরামর্শ নিতে এসেছেন তারা একটু ভেবে দেখুন তো প্রতারিত হওয়ার পূর্বে আপনি কোন বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিয়েছেন কিনা । আশা করি উত্তরটা পেয়ে যাবেন । আপনি যে কোন কাজ করার পূর্বে যখন ৩-৫ জন ব্যক্তির সাথে আলোচনা করবেন তখন অনেক কিছুই জানতে পারবেন । আর সঠিক সিদ্ধান্ত নেয়া আপনার জন্য সহজ হয়ে যাবে । তাই পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ।
সঠিক প্রশিক্ষণ: আমাদের জন্য কিছু প্রবাদ খুব কার্যকর । যেমন- কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটা । আমরা লেখাপড়া করে দেশে যখন কিছু না করতে পারি তখন হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি বিদেশে চলে যাবো । অথচ আমরা জানি না আমরা কি কাজে যাবো । আমরা যে দেশে যাবো সেই দেশে কি কাজে লোকের প্রয়োজন । আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে আমাদের কর্মদক্ষতা আছে কিনা । কাজ জানা না থাকলে আমাদেরকে মালিক কেন বেতন দিবে । এই যৌক্তিক কথা গুলো আমাদের মাথায় কখনো আসে না । আমরা ভেবে নেই বিদেশে গেলেই টাকা । এসব গতানুগতিক চিন্তাধারার কারনে হাজার হাজার তরুণ ও যুবক বিদেশে গিয়ে কিছু না করতে পেরে খালি হাতে দেশে ফিরে আসে । আবার অনেকেই পরিবার ও অভিবাসন খরচের কথা চিন্তা করে নির্মম পরিশ্রম করে । কিন্তু সেই তুলনায় পারিশ্রমিক পায় না । আপনারা যারা বিদেশে যাবেন অবশ্যই দুইটি দক্ষতা অর্জন করে যাবেন ।
👍 কর্মদক্ষতা (যে কোন কাজ শিখে যাবেন)
👍 ভাষাগত দক্ষতা (ভাষার প্রাথমিক ধারণা নিয়ে যাবেন)

মনে রাখবেন সাগরের নীল জলরাশি আপনার তৃষ্ণা নিবারন কারার যোগ্য না । আপনার বোতলে থাকা খাবার পানিই পারে আপনার তৃষ্ণা নিবারন করতে । ঠিক একই ভাবে বিদেশের মাটিতে আপনার কর্মদক্ষতা ও ভাষাগত দক্ষতাই পারে আপনার রিজিকের ব্যবস্থা করতে । তাই কারো কথার জালে ও ভালো বেতনের গল্প শুনে দূর প্রবাসে পাড়ি দিবেন না । নিজেকে ও পরিবারকে বিপদে ফেলবেন না । মনে রাখবেন লোভ মানুষকে ধ্বংস করে । জুয়া ও লটারি জিতে সুন্দর জীবনের স্বপ্ন দেখবেন না । নিজের পরিশ্রম ও ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন ।
পুনবাসন প্রক্রিয়া: উন্নত জীবন যাপন ও অধিক বেতনের আশায় অনেক তরুণ ও যুবক কোন প্রকার কর্মদক্ষতা ছাড়াই বিভিন্ন এজেন্সি ও দালালদের মাধ্যমে কাজের উদ্দেশ্য বিভিন্ন দেশে চলে যায় । অধিকাংশ প্রতারিত হয়ে বিদেশে মানবেতর জীবন যাপন করে । আর সব কিছু হারিয়ে দেশে ফিরে আসে । আপনারা  জানেন যে বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী ইতোমধ্যে দেশে ফিরে এসেছে । অনেকেই ভ্রমন ভিসায় গিয়ে অবৈধ হয়ে দেশে ফিরে এসেছে । কেউ কেউ কাজের ভিসাতে গিয়ে দেখেন কম্পানি নাই । অনেকের প্রতিষ্ঠান ঠিকমতো বেতন প্রদান করে না । আবার কিছু তরুণ অবৈধভাবে ইউরোপ ও আমেরিকা প্রবেশের জন্য লিবিয়া, তিউনেশিয়া, ব্রাজিল সহ বিভিন্ন দেশে চলে যায় । সাগর ও সীমান্ত পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায় । লিবিয়া থেকে যারা ফিরে এসেছে তাদের অনেকের অঙ্গহানি সহ শরীরে রয়েছে আঘাতের চিহ্ন । নির্মম নির্যাতনে ও রোগে সবাই প্রায় অর্ধমৃত । আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছে সবাই । মাফিয়াদের কাছ থেকে মুক্তি পেতে নিজেদের জায়গা জমি বিক্রয় করে মুক্তিপনের টাকা দিতে হয়েছে । ঋনে জর্জরিত থাকায় তাদের সমাজে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে । এক সময় হতাশা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে । বেঁচে থাকাটাই অভিশাপ মনে হয় । অনেকেই আত্মহত্যাও করে । আত্মহত্যার মতো জঘণ্য সিদ্ধান্ত নেয়ার আগে একটিবার আমাদের সাথে যোগাযোগ করুন ও হটলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন । আমাদের সাথে কথা বলুন । জীবন তো বদলে যেতেও পারে । আমরা আপনাদের সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করবো । সঠিক প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে আপনাদেরকে দক্ষ জনশক্তিতে পরিনত করবো । আপনাদের কাজের ব্যবস্থা করবো । পরিবারকে ভালোবাসতে শিখুন । সফলতার জন্য পরিশ্রম করুন ও ফলের আশায় ধৈর্য সহকারে অপেক্ষা করুন

হটলাইন:

⏱ 01866-002648
⏱ 01723-479730
⏱ +4915212474661 (Germany)

Email:
riminiedutourbd@gmail.com
korazonberlin@web.de

Post a Comment

Previous Post Next Post