কক্সবাজার ভ্রমন
০২ রাত ০৩ দিন
জন প্রতি খরচ ০০০০ টাকা (গ্রুপ-৪০ জন)
ঢাকা- কক্সবাজার -ঢাকা ভ্রমনের বিস্তারিত তথ্য:
০ তম দিন: মিরপুর থেকে আনুমানিক রাত ০৯:১৫ মিনিটে আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে । সকল অতীথিকে ০৮:৩০ মিনিটে বাস কাউন্টারে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি । বাসে আপনাদের ব্যাগেজ লোড করা হবে ও টোকেন দেয়া হবে । আপনাদের সবার উপস্থিতি নিশ্চিত হলে আমরা বাস ছেড়ে দিবো ।
০১ম দিন: সারা রাত বাস ভ্রমন করে আমরা সকাল আনুমানিক ০৭:৩০ মিনিটে কক্সবাজার বাস স্টেশন পৌছাব । বাস থেকে নেমে আমরা আমাদের লাগেজ সংগ্রহ করবো । স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবহার করে আমরা হোটেলে পৌছাব । হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে নিবো । সবাই গাইডের কাছ থেকে টোকেন সংগ্রহ করে ছোট ছোট গ্রুপে সকালের নাস্তা করে নিবো । নাস্তা করে আপনারা বীচে সময় কাটাতে পারেন ও ঘুরে বেড়াতে পারেন । দুপুর ০১:৩০-০২:৩০ মিনিটের মধ্যে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো । হালকা বিশ্রাম করে আমরা সী-বীচে চলে যাবো । রাত ০৮:৩০-০৯:৩০ মিনিটের মধ্যে আমরা রাতের খাবার খেয়ে নিবো । রাতে আমরা নিদিষ্ট সময়ে হোটেলে ফিরে আসবো ও ঘুমিয়ে নিবো ।
২য় দিন: আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিবো । আমরা আনুমানিক ০৮:৩০-০৯:৩০ মিনিটের মধ্যে সকালের নাস্তা খেয়ে নিবো । কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান গুলো (ইনানী, হিমছড়ি ও পাটুয়ারটেক) ঘুরে দেখার জন্য আমরা হোটেলের নিচে গাড়ির জন্য অপেক্ষা করবো । গাড়ি আসার পর আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গাড়িতে উঠে বসবো । নিজেদের ব্যবস্থাপনায় গাড়িতে সামনে পিছনে বসতে হবে । ঘুরাঘুরির পাশাপাশি আমরা নিদিষ্ট হোটেলে দুপুর ০১:৩০-০২:৩০ মিনিটের মধ্যে দুপুরের খাবার খেয়ে নিবো । সারাদিন সুনিদিষ্ট স্পট গুলো ঘুরে আমরা রাতে হোটেলে ফিরে আসবো । ফ্রেশ হয়ে আমরা আনুমানিক রাত ০৮:৩০-০৯:৩০ মিনিটের মধ্যে রাতের খাবার খেয়ে নিবো । কিছুটা সময় হাটাহাটি করে আমরা হোটেলে ফিরে আসবো ও ঘুমিয়ে পড়বো ।
৩য় দিন: সকাল বেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিবো । সকালের নাস্তা খেয়ে আমরা নিজেদের লাগেজ গুলো গুছিয়ে নিবো । অনুগ্রহ করে হোটেল থেকে কোন কিছু যেন আপনাদের লাগেজে চলে না যায় সে বিষয়টা খেয়াল রাখবেন । হোটেল থেকে চেক আউট করে আমরা রুমের চাবিগুলো সার্ভিস ডেস্কে জমা করে দিবো । সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমরা বাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সবার লাগেজ বাসে উঠানোর পর গননা শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব । আসার পথে রাস্তার দুইপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঢাকা ফিরে আসবো । বাস থেকে নেমে আমরা লাগেজ সংগ্রহ করে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সবার নিরাপদে বাসায় পৌছার পর আমাদের রোমাঞ্চকর ভ্রমনের পরিসমাপ্তি ঘটবে ।
অন্তর্ভুক্তি:
֍ নন-এসি
বাস (ঢাকা টু কক্সবাজার টু ঢাকা)
֍ বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখার জন্য রিজার্ভ জিপের ব্যবস্থা ।
֍ জিপে ১২-১৪
জন শেয়ার
বেসিসে বসতে হবে ।
֍ ০২ রাত স্ট্যান্ডার্ড বাজেট
হোটেলে থাকার
ব্যবস্থা ।
֍ এসি
রুমে ০৪ জনের
শেয়ার বেসিসে থাকার সু-ব্যবস্থা
অন্তভূক্ত নয়:
֍ হাইওয়ে বিরতিতে খাবারের খরচ নিজে
থেকে বহন করতে হবে ।
֍ সকল প্রকার এন্ট্রি ফি নিজে
থেকে বহন করতে হবে ।
֍ সকল
ব্যক্তিগত ও মেডিকেল খরচ নিজে থেকে বহন করতে হবে ।
֍ রেডিয়েন্ট
ফিশ ওয়াল্ড ভ্রমন করতে চাইলে নিজ খরচে করতে হবে ।
֍ প্যারাসেইলিং
করতে চাইলে নিজ খরচে করতে হবে ।
সতর্কতামূলক নির্দেশনা:
֍ পর্যাপ্ত শীতবস্ত্র সাথে নিতে হবে
֍ কোন
শ্বাস-কষ্ট জনিত রোগি বা হাঁপানি রোগি থাকলে ইনহেলার সাথে রাখতে হবে ।
֍ পর্যটন
এলাকায় যেখানে সেখানে ধুমপান করা যাবে না ।
֍ গিজার ওপেন করতে না জানলে রুম এটেনডেন্টের সহযোগিতা নিতে হবে ।
֍ ভ্রমনরত অবস্থায় টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে নিজে খরচ বহন করতে হবে ।
֍ খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে । বাঁসি খাবার ফুটপাত থেকে খাবেন না ।
֍ টুর অপারেটর, গাড়ি চালক, হোটেল স্টাফ ও স্থানীয় লোকদের সম্মান করার মন মানসিকতা থাকতে হবে ।
নোট:
֍ হোটেল
রুমে মিলে মিশে থাকার মন মানসিকতা থাকতে হবে । অন্যথায় সিঙ্গেল রুমে থাকার জন্য অতিরিক্ত
খরচ নিজের বহন করতে হবে ।
֍ রিজার্ভ জিপে মিলেমিশে সামনে পিছনে বসার মন-মানসিকতা থাকতে হবে ।
֍ সবাইকে একসাথে দর্শণীয় স্থান গুলোতে উপস্থিত হতে হবে ।
֍ যদি কাপল রুমের প্রয়োজন হয় তাহলে প্রতি রাতের জন্য অতিরিক্ত চার্জ যোগ হবে ।
চাইল্ড পলিসি:
֍ বাচ্চার বয়স তিন (০৩) বছরের নিচে হলে ফ্রি
֍ ৪-৬ বছরের শিশুদের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য
It was informative.
ReplyDeleteThank you very much.
DeletePost a Comment